দুপচাঁচিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৪:১৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫ ২২ বার পড়া হয়েছে
সুশান্ত মালাকার দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খানের সভাপতিত্বে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। এ সময় সভায় বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম, দুপচাঁচিয়া সেনা ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ সিনিয়র ওয়ারেন্ট অফিসার আক্কাস আলী, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আহমেদ কামরুল হাসান, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রহিম, উপজেলা জামায়াতের আমির মাওলানা ওমর আলী, সেক্রেটারি কেএম হেলালুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক গোলাম ফারুক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আবুল কালাম আজাদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, তালোড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মেহেরুল ইসলাম, নূর মোহাম্মদ আবু তাহের, শাহাজান আলী, আনোয়ার হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব গাজিউর রহমান প্রমুখ,। সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। অবৈধভাবে মাটি কাটা, বালু উত্তোলন বন্ধ, সিও অফিস এলাকায় রাস্তার পাশে হাটবাজার অন্যত্রে স্থানান্তরসহ নিরসনে সিদ্ধান্ত হয়। সেই সঙ্গে উপজেলা সার্বিক দিক আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।