দুপচাঁচিয়ায় ইউনি ব্লক দিয়ে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

- আপডেট সময় : ১০:১৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫ ২৩ বার পড়া হয়েছে
সুশান্ত মালাকার দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়া দুপচাঁচিয়া পৌরসভায় টেকসই পরিবেশবান্ধব সুরক্ষা নিশ্চিত করতে ইউনি ব্লক দিয়ে দুটি রাস্তা নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। গত ২৫ফেব্রুয়ারি বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শাহরুখ খান এ রাস্তা উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন,সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন।
সাবেক কাউন্সিলর যুবদল নেতা রেজানুর তালুকদার রাজিব, উপজেলা প্রকৌশলী রুবেল হোসেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আহমেদ কামরুল হাসান,উপসহকারী প্রকৌশলী তাজুল ইসলাম রঞ্জু, ঠিকাদার হাসান আলী, ব্যবসায়ী শাহীন আহম্মেদ প্রমুখ। লোকাল গভারমেন্ট কোভিট-১৯ রেসপন্স এন্ড রিকোভারী প্রজেক্ট(এলজিসিআরআরপি) প্রকল্পও বিশ্ব ব্যাংকের অর্থায়নে বোরাই মধ্যপাড়া নজরুল ইসলামের বাড়ী হতে আছিরের দোকান পর্যন্ত ৫৩৩মিটার এবং সরদারপাড়া পশু হাসপাতালের সামনে মজিদ উকিলের বাড়ি হয়ে মহিলা কলেজ রাস্তা পর্যন্ত ৬২৫মিটার এ ইউনি ব্লক রাস্তার কাজ এসকেএস কন্সট্রাকশন এনং সাপ্লায়ার্স বাস্তবায়ন করছে।