দুপচাঁচিয়ায় কলেজ ছাত্রের আত্মহত্যা

- আপডেট সময় : ০৬:২৫:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫ ৩৭ বার পড়া হয়েছে
সুশান্ত মালাকার দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ
গত বুধবার ১২ ফেব্রুয়ারি রাতে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা গুনাহর ইউননের উনাহত সিংড়া গ্রামের মোনেম শাহরিয়ার তালুকদার সিয়াম (১৮) নামে এক কলেজ ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
জানা গেছে, উপজেলার গুনাহার ইউনিয়নের উনাহত সিংড়া গ্রামের শরিফুল ইসলাম সেতুর ছেলে মোনেম শাহরিয়ার তালুকদার সিয়াম। গত এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর থেকেই সে মানসিক ভাবে ভেঙ্গে পড়ে এবং বাড়ি থেকে সহজে বের হতো না। প্রায় একা একা ঘরে বসে থাকতো। গত বুধবার রাত আনুমানিক ১০ টায় নিজ শয়ন ঘরে চাদর ও গামছার গিট দিয়ে ফ্যানের হুকের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তার পিতা ছেলে ঘুমিয়েছে কি না তা দেখতে এসে দড়জা বন্ধ দেখে ডাকাডাকি শুরু করে। এসময় ছেলের কোন সারাশব্দ না পেয়ে জানালার ফাঁক দিয়ে দেখতে পায় তার ছেলে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় আছে। এসময় তার ডাক চিৎকারে বাড়ির অন্যান্যরা এসে দড়জা ভেঙ্গে ঝুলন্ত সিয়ামকে উদ্ধার করে। এ বিষয়ে তার বড় চাচা মনিরুজ্জামান তালুকদার বাদী হয়ে থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করেছে।