দুপচাঁচিয়ায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ১১:০৪:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫ ২৫ বার পড়া হয়েছে
সুশান্ত মালাকার দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ
মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী নির্যাতন ইভটিজিং মুক্ত সমাজ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ পুলিশিং সেবা মানুষের দোড়গোড়ায় পৌঁছানোর লক্ষে বিট পুলিশিং কার্যক্রমের আওতায় দুপচাঁচিয়া উপজেলা হাটসাজাপুর বাজারে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গত ২৬ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় ৬নং ওয়ার্ড বিট পুলিশিং সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি যুবদল নেতা ওবাইদুল হকের পরিচালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেন হোসেন। বিশেষ অতিথি বক্তব্য রাখেন থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) নাসিরুল ইসলাম, এস আই আলহাজ্ব, এরশাদ আলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য আলমগীর হোসেন, বিএনপির নেতা ওসমান, তাঁতিদল নেতা আব্দুল খালেক, বাজার কমিটি সদস্য আয়েত আলী, হাবিব প্রমুখ।