দুপচাঁচিয়া উপজেলা বিএনপি’র সাবেক নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ১০:৫১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫ ৩০ বার পড়া হয়েছে
সুশান্ত মালাকার দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সাবেক ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভা গত সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা চাউল কল মালিক সমিতি কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক যুবদল নেতা আবু রায়হান প্রামানিকের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মুহিত তালুকদার। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজ্জামেল হক তালুকদার কায়কোবাদ। বিএনপি নেতা আহম্মদ আলী, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব সুরুজ আলী, উপজেলা যুবদলের আহবায়ক আফছার আলী, উপজেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি আবু নাসের, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাহেদুল ইসলাম চম্বুক, তালোড়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব বেলাল হোসেন, গুনাহার ইউনিয়ন বিএনপির সভাপতি লুৎফর রহমান তালুকদার দুদু, চামরুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আইনুল ইসলাম মেজর, গুনাহার ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সহ সভাপতি আবু সালেক, দুপচাঁচিয়া সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জমাল উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সদস্য আব্দুল জলিল, বিএনপির নেতা তোফাজ্জল হোসেন বাচ্চু, জাহিদুল ইসলাম, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক, চামরুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কামরুজামান বাবু সহ আরো অনেকে এসভায় উপস্থিত ছিলেন। এসভায় উপজেলার সকল ইউনিয়ন ও পৌর ত্যাগী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।