Cinn. আন্তর্জাতিক ডেস্কঃঃ- ধর্ষণের অভিযোগে প্রকাশ্যে এক যুবককে ১৪৬টি চাবুক মারা হয়েছে । ঘটনাটি ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে। গত বছর এক নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ ছিল ১৯ বছর বয়সী ওই যুবকের বিরুদ্ধে।
সাউথ চায়না মর্নিং পোস্ট এক প্রতিবেদনে বলেছে, ইসলামিক আইনের লঙ্ঘন করলে চাবুক মারা ইন্দোনেশিয়ায় প্রচলিত আইন।
খবরে বলা হয়েছে, বৃহস্পতিবারের ওই ঘটনায় চাবুকের ঘা দেওয়ার সময় ওই যুবক মাটিতে লুটিয়ে পড়ে। তবে ঘটনাস্থলে থাকা চিকিৎসক তাকে সুস্থ করে তোলেন। এর পর তাকে বাকি চাবুক দেওয়া হয়।