ধর্ষণ ও হত্যাকারীদের দ্রুত বিচার,মেয়ের কাজ ও স্বামীর চিকিৎসার দাবি আছিয়ার মায়ের

- আপডেট সময় : ১০:৪০:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫ ৭৬ বার পড়া হয়েছে
ওবায়দুর রহমান,মাগুরা জেলা প্রতিনিধি।
ধর্ষণ,পাশবিক নির্যাতন ও হত্যাকারীদের অতিদ্রুত বিচারের দাবি জানিয়েছেন আছিয়ার মা,আছিয়াকে যেভাবে কষ্ট দিয়ে মারা হয়েছে, আসামীদেরও সেভাবে কষ্ট দিয়ে জনসম্মুখে শাস্তি দিয়ে মারার দাবি জানান তিনি।সংসারের অর্থিক নিরাপত্তা ও ৫ সদস্যের সংসারের খরচ বহন কারার জন্য বড় মেয়ে হামিদার একটি কর্মসংস্থান এবং মানষিক ভারসাম্যহীন অসুস্থ্য স্বামীর চিকিৎসার দাবি জনিয়েছেন তিনি।তিনি বলেন,আমার বড় মেয়ে হামিদা নাইনে পড়া অবস্থায় বিয়ে হয়,সে তো আর সংসার করতে পারবে না,তাকে নিয়ে আমার যত চিন্তা,তার একটা কাজের ব্যবস্থা হলে,সে বাঁচতে পারবে,না হলে কি করে খাবে সে?তার একটা কর্মসংস্থানের দরকার। আমার স্বামী আগে সুস্থ্যস্বাভাবিক ছিলো,গত কয়েক মাস হলো মানুষিক রোগী হয়ে পড়েছেন,আগে কাজকর্ম করতেন,তা দিয়ে আমাদের সংসার কোনো মতো চলতো,এখন সে মানুষিক ভারসাম্যহীন হওয়ার পর আমাদের সংসার খুব অভাব অনাটনের মধ্যে দিয়ে চলেছে।তাই আমার স্বামীকে চিকিৎসার মাধ্যমে আগের মতো সুস্থ্যস্বাভাবিক জীবনে যদি ফিরিয়ে আনার ব্যবস্থা করে দিতো,তাহলে আমরা আগের মত নুন ভাত খেয়ে বেঁচে থাকতে পারতাম।আছিয়ার মৃত্যুর পর সাংবাদিকেরা বাড়ীতে গেলে তিনি সাংবাদিকদের মাধ্যমে সরকার ও দেশের মানুষের কাছে এ দাবি জানিয়েছেন।বলেন,ঘটনার আজ এতো দিন হয়ে গেলেও বিচারের কোন কিছু দেখছি না।আমার মনির সাথে যারা এই জঘণ্য কাজ করেছে,তাদের সকলের অতিদ্রুত মৃত্যু দেখতে চাই। বোনের বাড়ী বেড়াতে যেয়ে গত ৬ মার্চ আছিয়া বোনের শশুর,স্বামী,ভাসুর কতৃক ধর্ষণ ও পাশবিক নির্যাতনের শিকার হয়ে১৩ মার্চ বৃহস্পতিবার আছিয়া মারা যায়।