নওগাঁর নিয়ামতপুর বালাতৈড় গ্রামে জায়গা-জমি নিয়ে বিরোধে ছুরিকাহত কফিজ উদ্দিনের মৃত্যু

- আপডেট সময় : ০৫:০৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ২৯ বার পড়া হয়েছে
উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর নিয়ামতপুরে জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে কফিজ উদ্দিন (৬০) নামের এক বৃদ্ধকে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার (১০ মার্চ) সন্ধ্যার আগে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বালাতৈড় গ্রামে এ ঘটনা ঘটে। রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় কফিজ উদ্দিন রাজশাহী মেডিকেলে মারা যান।
পুলিশ সূত্রে জানা গেছে, বালাতৈড় এলাকায় কফিজ উদ্দিনের জমি নিয়ে নইমুদ্দিন নামের এক ব্যক্তির সঙ্গে বিরোধ রয়েছে। গতকাল নইমুদ্দিন ওই জমিসংলগ্ন এলাকায় লাগানো আলু জমি থেকে তোলার সুবিধার্থে ভটভটি চলার জন্য কফিজ উদ্দিনের জমি কেটে রাস্তা বের করে। বিষয়টি জানতে পেরে কফিজ উদ্দিন বাধা দিতে গেলে নইমুদ্দিনের নির্দেশে রকি নামের আরেক ব্যক্তি কফিজ উদ্দিনের পিঠে ছুরিকাঘাত করেন। তাঁর চিৎকারে চাচাতো ভাই ফয়েজ উদ্দিন তাঁকে বাঁচাতে এগিয়ে তাঁকেও বেধড়ক মারধর করে জখম করা হয়। তাঁদের চিৎকারে আত্মীয়স্বজনেরা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যান। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠান। সেখানেই ওই রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।
বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।