নওগাঁর পত্নীতলা কমলাবাড়ি গ্রামের ওয়াদুদ নামে এক মাদ্রাসার ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

- আপডেট সময় : ০১:৫৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫ ২৯ বার পড়া হয়েছে
উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধি
নওগাঁর পত্নীতলায় নিজ বাড়ি থেকে ওয়াদুদ হোসেন (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করছে পুলিশ। রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে পত্নীতলা উপজেলার ঘোষনগর ইউনিয়নের উত্তর কমলাবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ওয়াদুদ ওই গ্রামের মোস্তফার ছেলে। তিনি উপজেলার গগণপুর ফাজিল মাদরাসার ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র। নিহতের বাবা মোস্তফা বলেন, ওয়াদুদ হোসেন তাদের একমাত্র সন্তান।পড়াশোনার পাশাপাশি ইলেকট্রনিকের কাজ করতেন তিনি। আজ সকালে হঠাৎ তার ঘরের দরজা বন্ধ দেখে পরিবারের লোকজন। এরপর ডাকাডাকি করলে তার কোনো সাড়াশব্দ না পেলে দরজা ভেঙে দেখা যায় সে গলায় দড়ি দিয়ে ঝুলে রয়েছে। তবে কেনো এমন ঘটনা ঘটতে পারে এ বিষয়ে কিছুই জানাননি তিনি। পত্নীতলা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) এনায়েতুর রহমান বলেন, সংবাদ পাওয়ার পরে ঘটনাস্থলে যায় পুলিশ। তবে নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।