নওগাঁর পোরশায় অভিযানে চালিয়ে মাষ্টারমাইন্ড প্রধান শিক্ষক শরিফুল ইসলাম কে আটক

- আপডেট সময় : ১২:৫৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ বার পড়া হয়েছে
উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ
নওগাঁয় অপারেশন ডেভিল হান্ট অভিযানে শিক্ষক নির্যাতনকারী মাস্টারমাইন্ড প্রধান শিক্ষক শরিফুল ইসলাম বুলবুলকে আটক করেছে নওগাঁর পোরশা থানা পুলিশ। আটককৃত শরিফুল ইসলাম পোরশা উপজেলার আমদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্থানীয় পর্যায়ের একজন আওয়ামীলীগ নেতা। বৃহস্পতিবার পূর্বরাতে তার নিজ বাড়ি আমদা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পোরশা থানার অফিসার ইনচার্জ শাহীন রেজা। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত আওয়ামীলীগ শাসন আমলের পর পোরশায় বিএনপির পার্টি অফিস আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। সেই মামলায় অজ্ঞাতনামা আসামী করা হয় দেড়শতাধিক ব্যাক্তিকে। সেই মামলায় তাকে আটক করা হয়েছে। এছাড়াও নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক বলেন, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের ছত্র-ছায়ায় শরিফুল ইসলাম নিয়োগ বাণিজ্য করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে এবং বিএড স্কেল বা উচ্চতর স্কেল নিতে ৪০ থেকে ৬০ হাজার টাকা আদায় করতেন তিনি। টাকা আদায় করার উদ্দেশ্যে দিবো দিচ্ছি বলে মাসের পর মাস ঘুরান কোন কোন শিক্ষকদের। পোরশা থানা অফিসার ইনচার্জ শাহিন রেজা বলেন, নাশকতা মামলায় বুলবুল মাস্টারকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারী আদালতের মাধ্যমে তাকে নওগাঁ জেল প্রেরন করা হয়েছে। এছাড়াও তার নামে বিভিন্ন বিষয়ে অভিযোগ রয়েছে। বিষয়গুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।