নওগাঁর বদলগাছীতে দ্বিতীয় শ্রেনীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ধর্ষক রিপন কে আটক

- আপডেট সময় : ০৩:৪৪:০৬ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫ ১৮ বার পড়া হয়েছে
উজ্জ্বল কুমার সরকার
নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছীতে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রিপন মন্ডল (৩৪) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। গতকাল রবিবার সন্ধ্যায় তাকে আটক করে আজ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে ওসি শাহাজাহান আলী।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভুক্তভোগী ওই ছাত্রী রোববার দুপুরে গ্রামের একটি পুকুরে গোসল করছিল। এ সময় রিপন মন্ডল তাকে কৌশলে পুকুরের পশ্চিম পাড়ে নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। তখন তার আত্মচিৎকারে প্রতিবেশী আলাউদ্দিন এবং তার বাবা ছুটে এলে রিপন পালিয়ে যান। এরপর সে পরিবার স্থানীয় লোকজনকে ঘটনাটি জানায়। এরপর সন্ধ্যায় পুলিশকে খবর দিয়ে স্থানীয়রা রিপনকে পুলিশের হাতে তুলে দেয়। বদলগাছী থানার অফিসার ইনচার্জ শাহাজাহান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে রোববার রাতে বদলগাছী থানায় একটি ধর্ষণচেষ্টা মামলা করেন। সেই মামলায় রিপনকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।