নারায়ণগঞ্জে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের অবরোধ

- আপডেট সময় : ১০:২৯:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫ ২২ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
শ্রমিক ছাঁটাই বন্ধ, মামলা প্রত্যাহার ঘোষণাসহ কারখানা খুলে দেওয়ার দাবিতে নারায়ণগঞ্জে একটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন।
সোমবার সকাল ১০টা থেকে শহরের চাষাঢ়া মোড়ে শ্রমিকরা অবস্থান নিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক ও বঙ্গবন্ধু সড়কসহ গুরুত্বপূর্ণ আরও দুটি সড়কে যান চলাচল বন্ধ করে দেন।
এতে পুরো শহর যানজটে স্থবির হয়ে পড়ে। ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকে।
ব্যক্তিগত কাজে ঢাকায় যাবার উদ্দেশ্যে সেন্ট্রাল বাসস্ট্যান্ড থেকে ঢাকাগামী একটি বাসে ওঠেন সানজিদা রহমান৷ অবরোধের কারণে বাস থেকে নেমে অন্তত দুই কিলোমিটার হেঁটে চাষাঢ়ায় এসে বিকল্প বাহন খুঁজছিলেন এ নারী৷
চাষাঢ়া বাসস্টপেজে কথা হয় সানজিদার সঙ্গে। তিনি বলেন, “টিকেট কেটেও হেঁটে আসলাম৷ এখন আবার এখানে কোনো বাস পাচ্ছি না৷ কারণ সবগুলো বাসই জ্যামে আটকে আছে৷ আমার জরুরি কাজ ঢাকায়৷ দেখি অন্য কোনো গাড়িতে যেতে হবে৷”
বিক্ষুব্ধ শ্রমিক ও শিল্প পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, নারায়ণগঞ্জের সস্তাপুর এলাকার ইউরোটেক্স নিটওয়্যার লিমিটেড নামে কারখানাটিতে গত কয়েক মাস ধরে শ্রমিক অসন্তোষ চলছে৷ গত ১০ ফেব্রুয়ারি বকেয়া বেতন ও ন্যায্য পাওনা পরিশোধের দাবিতে কারখানার ভেতর বিক্ষোভ করেন একদল শ্রমিক৷
পরে আন্দোলনরত কয়েকজন শ্রমিককে কারণ দর্শানোর নোটিশ দিয়ে সাময়িক বরখাস্ত করে মালিকপক্ষ৷ রোববার শ্রম আইনের ১৩ (১) ধারায় কারখানাটি বন্ধ ঘোষণা করে নোটিশ সাঁটানো হয়৷ রাতে আন্দোলনরত কয়েকজন শ্রমিকের বিরুদ্ধে কারখানায় হামলা ও ভাঙচুরের অভিযোগে একটি মামলাও হয়েছে। এরই প্রতিবাদে শ্রমিকরা সড়কে নেমেছেন।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, কয়েকশ’ শ্রমিক চাষাঢ়ায় জড়ো হন৷ পরে তারা চাষাঢ়া মোড়ে অবস্থান নিলে আশেপাশের সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়৷ জেলা ও শিল্প পুলিশের সদস্যরা তাদের সড়ক ছেড়ে প্রশাসনের সঙ্গে আলোচনায় বসে সমাধানের প্রস্তাব দিলেও, তা প্রত্যাখ্যান করেন তারা।