ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান হলো মেহেরপুরে অস্ট্রেলিয়ায় অপমান ও হেনস্থায় মুখ খুললেন নেহা” আমি বিনা পরিশ্রমিকে গিয়েছি” টিকটক চ্যালেঞ্জের কারণে ৭ বছরের মেয়ে কোমায় মৃত্যু বরণ কোম্পানীগঞ্জ উপজেলার নতুন শিক্ষক সমিতির কমিটি ঘোষণা এক জরিপে বলা হয় ইসরাইল ও নেতানিয়াহুর ওপর নিষেধাজ্ঞার পক্ষে বেশিরভাগ কানাডিয়ান ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা করলেন ইশরাক হোসেনকে ধানমন্ডিতে র‌্যাব-ম্যাজিস্ট্রেট-ছাত্র পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতি, গ্রেপ্তার ৬ রোহিঙ্গাদের জনপ্রতি বরাদ্দ ১২ ডলার বাংলাদেশে পূর্ণ মাত্রায় বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে গৌতম আদানির প্রতিষ্ঠান আদানি পাওয়ার সব-ই ক্বদর : ঈমানদারদের জন্য আমীরে জামায়াতের প্রার্থনা

প্রশংসায় ভাসছেন মুবাশশীরা কামাল ইরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৫:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫ ১৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেস্ক: ‘ইরা, এদিকে এসো!’ নারীকণ্ঠে ডাক আসে, ছুটে যান ইরা। পরক্ষণেই আরেকটি কণ্ঠ শোনা যায়, ‘দিলনাওয়াজের সঙ্গে ছবি তুলবো।’ তার কাছেও ছুটে যান তরুণ নৃত্যশিল্পী মুবাশশীরা কামাল ইরা। কিছুক্ষণ আগেও মঞ্চে ঘুরে ঘুরে নাচছিলেন তিনি। নাট্য শেষে মঞ্চের নিচে ঘুরে ঘুরে দর্শকদের সঙ্গে ছবি তুলতে হচ্ছে তাকে। পরিবেশনার পর তরুণ একজন শিল্পীর জন্য কতটা অনুপ্রেরণার এই মুহূর্তটা?

ড্যান্সড্রামা ‘দিলনাওয়াজ’-এর প্রধান চরিত্রে বাজিমাত করেছেন ইরা। এখন প্রশংসায় ভাসছেন তিনি। নৃত্য পরিচালক, দলের শিল্পীরা, দর্শক – সবাই শুধু একটি কথাই বলছেন, ‘দারুণ’। রাহাত আরা বেগমের উর্দু গল্পকে উপজীব্য করে নৃত্যনাট্য করেছেন সাব্বির আহমেদ খান, শিল্প নির্দেশক ছিলেন লুবনা মারিয়াম। এর সংগীত পরিচালক ছিলেন খ্যাতিমান সংগীতজ্ঞ উদয় শংকরের নাতি রাতুল শংকর ঘোষ।

ভালোবাসা দিবসে জাতীয় নাট্যশালায় ছিল ‘দিলনাওয়াজ’-এর মঞ্চায়ন। কখনও কত্থকের চক্কর, কখনও সুফি নৃত্য মোগামের, নাচে যেন সর্বাঙ্গসুন্দর হয়ে উঠছেন ইরা। ভরতনাট্যম, ব্যালে, সমসাময়িক নৃত্যেও প্রশিক্ষণ রয়েছে তার। অভিনয় করছেন নাটকে, মডেল হয়েছে টিভিসি ও বিজ্ঞাপনে। উচ্ছ্বসিত কণ্ঠে সেসবের একটার রিচ শেয়ার করে বললেন, ‘রিসেন্ট কাজটা চুয়াল্লিশ মিলিয়ন ভিউ হয়েছে! ভাবা যায়?’

নতুন নৃত্যনাট্য ‘দিলনাওয়াজ’? ‘দিলনাওয়াজ’ চরিত্রের ইরা বলেন, ‘আমার ওপর এত অাস্থা রাখার জন্য আমি সত্যিই খালার (শিল্প নির্দেশক লুবনা মারিয়াম) প্রতি কৃতজ্ঞ। কী অদ্ভুত গল্পটা! ভালোবাসার মাধ্যমে গডের সঙ্গে মানুষের কানেকশন দেখানো হয়েছে সেখানে। পারফরমেন্স শেষে অনেকক্ষণ চরিত্রটা থেকে যেন বের হতে পারছিলাম না। আর সবাই এত প্রশংসা করছিল যে, মনে হলো এত কষ্ট সার্থক হয়েছে।’

আগেও নৃত্যনাট্যে কাজ করেছেন ইরা। প্রযোজনা সংস্থা সাধনার ‘নকশি কাঁথার মাঠ’, ‘তাসের দেশ’, ‘ফায়ার ফ্লাই’তে তিনি ছিলেন অন্যতম শিল্পী। তবে প্রধান চরিত্রে কেমন উপভোগ করলেন? জানতে চাইলে ইরা বলেন, ‘গেল ডিসেম্বরের ২৫ তারিখ “দিলনাওয়াজ”-এর একটা ডামি প্রদর্শনী ছিল। সেখানে পরীক্ষামূলকভাবে আমি পারফর্ম করেছিলাম। সেদিনই দেখলাম সবাই খুব পছন্দ করেছে। দলের সিনিয়ররাও আমাকে দিয়ে করানোর কথা বলেছিলেন। সেদিনই আমার ওপর বিশ্বাস তৈরি হয়েছে সবার। আমি সেই বিশ্বাসটা রাখতে চেষ্টা করেছি মঞ্চে। সবাই এত প্রশংসা করলেন যে … আমি ভীষণ কৃতজ্ঞ সবার কাছে।’

সোশাল মিডিয়ার এই যুগে ইরাকে কে না চেনে! ২০২২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ব্যালে নাচের মুদ্রায় ইরার কয়েকটি ছবি ভাইরাল হয়েছিল। আলোকচিত্রী জয়িতা আফরিনের তোলা সেসব ছবি রীতিমতো তারকা বানিয়ে দেয় ইরাকে। শেষ মহড়ার আগে নিজেও বলছিল সেকথা। ‘রাজু ভাস্কর্যে তোলা ওই ছবিগুলোই ছিল আমার টার্নিং পয়েন্ট। এখন ঠিক ছবির মতো উড়ছি। অন্যরকম একটা সময় পার করছি।’

আইন নিয়ে পড়াশোনা করছেন ইরা। এ রকম কঠিন একটা বিষয়ে পড়ার পাশাপাশি বাবা-মায়ের সংসারের হাল ধরতে হয়েছে তাকে। পড়া, নাচ, অভিনয়, সবকিছু মিলে যেন ঝড়ের মতো কেটে যাচ্ছে ইরার দিন। অথচ তার মাত্র ‘আঠারো বছর বয়স’। ‘এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে’, সুকান্তের কবিতার মতো তিনিও এগুচ্ছেন ঝড়ের সঙ্গে পাল্লা দিয়ে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রশংসায় ভাসছেন মুবাশশীরা কামাল ইরা

আপডেট সময় : ১০:৪৫:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫

ডেস্ক: ‘ইরা, এদিকে এসো!’ নারীকণ্ঠে ডাক আসে, ছুটে যান ইরা। পরক্ষণেই আরেকটি কণ্ঠ শোনা যায়, ‘দিলনাওয়াজের সঙ্গে ছবি তুলবো।’ তার কাছেও ছুটে যান তরুণ নৃত্যশিল্পী মুবাশশীরা কামাল ইরা। কিছুক্ষণ আগেও মঞ্চে ঘুরে ঘুরে নাচছিলেন তিনি। নাট্য শেষে মঞ্চের নিচে ঘুরে ঘুরে দর্শকদের সঙ্গে ছবি তুলতে হচ্ছে তাকে। পরিবেশনার পর তরুণ একজন শিল্পীর জন্য কতটা অনুপ্রেরণার এই মুহূর্তটা?

ড্যান্সড্রামা ‘দিলনাওয়াজ’-এর প্রধান চরিত্রে বাজিমাত করেছেন ইরা। এখন প্রশংসায় ভাসছেন তিনি। নৃত্য পরিচালক, দলের শিল্পীরা, দর্শক – সবাই শুধু একটি কথাই বলছেন, ‘দারুণ’। রাহাত আরা বেগমের উর্দু গল্পকে উপজীব্য করে নৃত্যনাট্য করেছেন সাব্বির আহমেদ খান, শিল্প নির্দেশক ছিলেন লুবনা মারিয়াম। এর সংগীত পরিচালক ছিলেন খ্যাতিমান সংগীতজ্ঞ উদয় শংকরের নাতি রাতুল শংকর ঘোষ।

ভালোবাসা দিবসে জাতীয় নাট্যশালায় ছিল ‘দিলনাওয়াজ’-এর মঞ্চায়ন। কখনও কত্থকের চক্কর, কখনও সুফি নৃত্য মোগামের, নাচে যেন সর্বাঙ্গসুন্দর হয়ে উঠছেন ইরা। ভরতনাট্যম, ব্যালে, সমসাময়িক নৃত্যেও প্রশিক্ষণ রয়েছে তার। অভিনয় করছেন নাটকে, মডেল হয়েছে টিভিসি ও বিজ্ঞাপনে। উচ্ছ্বসিত কণ্ঠে সেসবের একটার রিচ শেয়ার করে বললেন, ‘রিসেন্ট কাজটা চুয়াল্লিশ মিলিয়ন ভিউ হয়েছে! ভাবা যায়?’

নতুন নৃত্যনাট্য ‘দিলনাওয়াজ’? ‘দিলনাওয়াজ’ চরিত্রের ইরা বলেন, ‘আমার ওপর এত অাস্থা রাখার জন্য আমি সত্যিই খালার (শিল্প নির্দেশক লুবনা মারিয়াম) প্রতি কৃতজ্ঞ। কী অদ্ভুত গল্পটা! ভালোবাসার মাধ্যমে গডের সঙ্গে মানুষের কানেকশন দেখানো হয়েছে সেখানে। পারফরমেন্স শেষে অনেকক্ষণ চরিত্রটা থেকে যেন বের হতে পারছিলাম না। আর সবাই এত প্রশংসা করছিল যে, মনে হলো এত কষ্ট সার্থক হয়েছে।’

আগেও নৃত্যনাট্যে কাজ করেছেন ইরা। প্রযোজনা সংস্থা সাধনার ‘নকশি কাঁথার মাঠ’, ‘তাসের দেশ’, ‘ফায়ার ফ্লাই’তে তিনি ছিলেন অন্যতম শিল্পী। তবে প্রধান চরিত্রে কেমন উপভোগ করলেন? জানতে চাইলে ইরা বলেন, ‘গেল ডিসেম্বরের ২৫ তারিখ “দিলনাওয়াজ”-এর একটা ডামি প্রদর্শনী ছিল। সেখানে পরীক্ষামূলকভাবে আমি পারফর্ম করেছিলাম। সেদিনই দেখলাম সবাই খুব পছন্দ করেছে। দলের সিনিয়ররাও আমাকে দিয়ে করানোর কথা বলেছিলেন। সেদিনই আমার ওপর বিশ্বাস তৈরি হয়েছে সবার। আমি সেই বিশ্বাসটা রাখতে চেষ্টা করেছি মঞ্চে। সবাই এত প্রশংসা করলেন যে … আমি ভীষণ কৃতজ্ঞ সবার কাছে।’

সোশাল মিডিয়ার এই যুগে ইরাকে কে না চেনে! ২০২২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ব্যালে নাচের মুদ্রায় ইরার কয়েকটি ছবি ভাইরাল হয়েছিল। আলোকচিত্রী জয়িতা আফরিনের তোলা সেসব ছবি রীতিমতো তারকা বানিয়ে দেয় ইরাকে। শেষ মহড়ার আগে নিজেও বলছিল সেকথা। ‘রাজু ভাস্কর্যে তোলা ওই ছবিগুলোই ছিল আমার টার্নিং পয়েন্ট। এখন ঠিক ছবির মতো উড়ছি। অন্যরকম একটা সময় পার করছি।’

আইন নিয়ে পড়াশোনা করছেন ইরা। এ রকম কঠিন একটা বিষয়ে পড়ার পাশাপাশি বাবা-মায়ের সংসারের হাল ধরতে হয়েছে তাকে। পড়া, নাচ, অভিনয়, সবকিছু মিলে যেন ঝড়ের মতো কেটে যাচ্ছে ইরার দিন। অথচ তার মাত্র ‘আঠারো বছর বয়স’। ‘এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে’, সুকান্তের কবিতার মতো তিনিও এগুচ্ছেন ঝড়ের সঙ্গে পাল্লা দিয়ে।