পরকীয়া প্রেমিককে হত্যা করে লাশ ৩ দিন খাটের নিচে লুকিয়ে রাখে বিথী
এক সময়ের পরকীয় প্রেমিক, স্বামীর সাথে সম্পর্কের সূত্রে দূর সম্পর্কের দেবর। এই সম্পর্কের সূত্র ধরে মাধব দেবনাথের সাথে শারিরীক সম্পর্ক গড়ে উঠে বিথির। লকডাউনের সময় সম্পর্কের দূরত্ব তৈরি হওয়ায় কথা হতো সামাজিক যোগাযোগ মাধ্যম ইমোতে। আর ইমোতে কিছু ব্যাক্তিগত ভিডিও বিনিময় করেন বিথী।
এই ভিডিও কাল হয়ে উঠেছিলো বিথীর জন্য। মাধবের সাথে বিথী সম্পর্ক ছিন্ন করতে চাইলে ভিডিও দেখিয়ে জিম্মি করে শারিরীক সম্পর্ক করার জন্য বাধ্য করতে চেয়েছিল বিথীকে। এই জিম্মি দশা থেকে মুক্তি পেতে মাধবকে বাসায় ডেকে এনে কৌশলে খুন করার পর সেই লাশ খাটের নিচে লুকিয়ে রেখেছিল পুরো তিন দিন।
ঘটনাটি চট্টগ্রামের কোতোয়ালী থানার টেরিবাজার বাই লেইনের আফিমের গলি এলাকায় ঘটেছে। পুলিশ হত্যাকারী বিথী দেবনাথকে গ্রেপ্তারের পর রবিবার চট্টগ্রাম আদালতে পরকীয় প্রেমিককে হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসিন রাইজিংবিডিকে জানান, পরকিয়ার জেরেই খুন হন মাধব দেবনাথ। শ্বাসরোধ করে তাকে হত্যা করেন তার দূর সম্পর্কের ভাবী বিথী দেবনাথ। বিথী দায় স্বীকার করে রবিবার বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিট্রেট সরোয়ার জাহান এর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করেছেন।
ওসি জানান, গত শুক্রবার রাতে বিথী দেবনাথের খাটের নীচ থেকে উদ্ধার করা হয় মাধব দেবনাথের মরদেহ। হত্যাকাণ্ডের দায় স্বীকার করে বিথী জানায়, মাধব বিথীর স্বামী পিন্টুর ফুফাতো ভাই। সে তাদের বাসায় খোরাকি (টাকার বিনিময়ে খাবার) খেত। এর মধ্যেই বিথী-মাধব পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়ে যা শারীরিক সম্পর্ক পর্যন্ত গড়ায়।