বগুড়ার দুপচাঁচিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

- আপডেট সময় : ০৮:০৬:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫ ৩৬ বার পড়া হয়েছে
সুশান্ত মালাকার দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ
অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন শীর্ষক” মুল প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার দুপচাঁচিয়ায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উপলক্ষে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, গত শতকের সত্তরের দশকের মাঝামাঝি দিবসটি জাতিসংঘের স্বীকৃতি পায়। এই স্বীকৃতির মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস বিশ্বরূপ পায়। আন্তর্জাতিক নারী দিবস এখন নারীদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সহ সব ধরনের অর্জন উদ্যাপনের একটি বৈশ্বিক দিন। নারীর উন্নয়ন অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিতে ইতিবাচক পরিবর্তনের ডাক দেয়।
শনিবার (৮ মার্চ) সকলে দুপচাঁচিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও উপজেলা প্রসাশন আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা ইয়াসমিনের পরিচালনায় আলোচনা সভা বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শামসুন্নাহার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ শাহ্, দুপচাঁচিয়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক গোলাম ফারুক,দুপচাঁচিয়া সদর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, তালোড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মেহরুল ইসলাম, গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মল্লিক প্রমুখ। কিশোর- কিশোরী ক্লাবের পক্ষে উম্মে হাফসা, সাহিদ আখতার,সুমাইয়া আক্তার, নুপুর। পরে ক্ষুদ্র ব্যবসার জন্য দশ জন উদ্যোক্তাদের মাঝে আড়াই লাখ টাকার চেক বিতরণ করা হয়। এবং রচনা প্রতিযোগিতা বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস প্রদান করা হয়।