বগুড়ার দুপচাঁচিয়ায় কমার্শিয়াল ব্যাংক পিএলসি উপ-শাখার উদ্বোধন

- আপডেট সময় : ০৯:১০:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫ ৩৪ বার পড়া হয়েছে
সুশান্ত মালাকার দুপচাঁচিয়া(বগুড়া প্রতিনিধিঃ
বগুড়া দুপচাঁচিয়ায় বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি উপশাখার উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ৬ মার্চ মধ্যাহ্নে সিও অফিস বাসস্ট্যান্ড মৌ-প্লাজার দ্বিতীয় তলায় বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির পরিচালক ও চেয়ারম্যান মো. সাহাবুদ্দিন ফিতা কেটে এ উপশাখার উদ্বোধন করেন। এ সময় উপশাখার উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ এর সভাপতিত্বে এবং ব্যাংকের ডিএমডি ও কোম্পানীর সেক্রেটারী হুমায়ুন কবির এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির পরিচালক ও চেয়ারম্যান মো. সাহাবুদ্দিন। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা বনিক সমিতির সভাপতি শামসুদ্দিন আহমেদ, দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুল ইসলাম। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি বগুড়া শাখার ব্যবস্থাপক আবু তৈয়ব, ব্যাংকের দুপচাঁচিয়া উপজেলার ইনচার্জ হাসানুল বান্না মাসুম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বনিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আলী, বিশিষ্ট ব্যবসায়ী দ্বিজেন্দ্রনাথ বসাক মন্টু, আলহাজ্ব সুরুজ আলী, নিলুফা মাশরুফ, মার্কেটের স্বত্বাধিকারী আলহাজ্ব ওবাইদুল হক তালুকদার সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।