বগুড়া দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত তিন, আহত তিন

- আপডেট সময় : ০৮:২৫:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ ২৪ বার পড়া হয়েছে
সুশান্ত মালাকার দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় ব্যাটারী চালিত অটোভ্যানের ৩ আরোহীর মৃত্যু হয়েছে। এবং ৩ জন গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের চৌমুহনী বানিয়াদীঘি এলাকার সাইফুল ইসলাম মাস্টারের ছেলে মোঃ শাফিকুল ইসলাম(৪২) একই গ্রামের আব্দুল আজিজের ছেলে মোঃ মোজাহার আলী(৬০) ও আদমদীঘি উপজেলার সান্তাহার এলাকার মৃত মুনছুর আলীর ছেলে শহিদুল ইসলাম(৬০)। এ ঘটনায় আহত ৩জনের মধ্যে গুরুতর আহত ২জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহত ১জন দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ২১ফেব্রুয়ারি শুক্রবার রাত সোয়া ৮টার সময় বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কের দুপচাঁচিয়া মেইল বাসস্ট্যান্ড এলাকার আরিফ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সামনে এ দুর্ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পাশ্ববর্তী কাহালুর উপজেলার বীরকেদার ইউনিয়নের বারোমাইল এলাকার এবিসি টাইল্স ফ্যাক্টরীর কয়েকজন কর্মচারী কাজ শেষে ব্যাটারী চালিত অটোভ্যানে চড়ে বাড়ি ফিরছিলেন। ভ্যানটি ঘটনাস্থলে পৌঁছিলে ভ্যানের এক্সেল ভেঙ্গে গিয়ে রাস্তার উপরে পড়ে। এসময় বিপরীত দিক থেকে আসা বগুড়াগামী একটি গরু বোঝাই ট্রাক ওই ভ্যানের ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। স্থানীয় লোকজন ও দুপচাঁচিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তারা জানান, দুর্ঘটনায় আহত অপর ৩ জনকে দ্রুত দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে গুরুতর আহত কাহালু উপজেলার ডিপুইল গ্রামের ভ্যান চালক ময়েন আলী(৫২) ও চৌমুহনী বানিয়াদীঘির আতিক হাসানকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অপর আহত চৌমুহনীর বানিয়াদীঘির মোজাহার হোসেন দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফরিদুল ইসলাম সড়ক দুর্ঘটনায় ৩জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে এই প্রতিবেদককে বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এবং আইনি ব্যাপারে প্রক্রিয়াধীন রয়েছে।