বঙ্গবন্ধুর আদর্শ থেকে সরে এসেছে আওয়ামী লীগ -নুর
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু হামলার এক বছর পূর্তি ও বিচারহীনতার প্রতিবাদে গতকাল মঙ্গলবার রাজধানীতে বিক্ষোভ মিছিল ও পুরানাপল্টন মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ -সংগ্রাম
স্টাফ রিপোর্টার : বঙ্গবন্ধুর আদর্শ থেকে আওয়ামী লীগ সরে এসেছে বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি ও সাধারণ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর। ডাকসুতে হামলার একবছর পূর্তি উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার আয়োজিত কালোপতাকা মিছিল শেষে এক প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
এর আগে সকালে শহীদ মিনারের পাদদেশে একত্রিত হন নেতাকর্মীরা। বিক্ষোভ সহকারে কালোপতাকা মিছিলটি নিয়ে রাজু ভাস্কর্য হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে নুর বলেন, আপনার আসুন আলোচনার টেবিলে, আপনারা আসুন যুক্তি-তর্কে। আমি প্রমাণ করে দেবো আপনারা বঙ্গবন্ধুর আদর্শে নেই।
তনু, বিশ্বজিৎ, আবরার, সাগর, রুনিদের উদাহরণ টেনে সাবেক ভিপি বলেন, দেশে দু’ধরণের আইন। আমজনতার বিচারহীনতার আইন।
আর সরকারি দলের সাত খুন মাপের আইন। সমাবেশে নেতাকর্মীরা বলেন, ওই হামলার পর প্রধানমন্ত্রী ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন। অন্যান্য নেতারাও ধিক্কার জানিয়েছিলেন। কিন্তু তারা বিচার করেননি।