বন দফতরের আপত্তিতে বসন্ত উৎসব নিষিদ্ধ হল বোলপুরের সোনাঝুরিতে

- আপডেট সময় : ১০:৪৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ১০ বার পড়া হয়েছে
প্রতিবেদক: বন দফতরের আপত্তিতে বসন্ত উৎসব নিষিদ্ধ হল বোলপুরের সোনাঝুরিতে। প্রথাগতভাবেই বিশ্বভারতী আগেই ঘোষণা করেছে দোলের দিন বসন্তোৎসব করবে না। ১১ মার্চ সর্বসাধারনের প্রবেশ নিষিদ্ধ করে হবে বসন্তোৎসব। এবার সেই একই পথে হেঁটে সোনাঝুরি হাটেও হচ্ছে না দোল উৎসব। আবির খেলা, গাড়ি পার্কিং, ড্রোন ওড়ানো বা ছবি তোলায় নিষেধাজ্ঞা জারি করেছে বন বিভাগ।বন বিভাগের ডিএফও রাহুল কুমার বলেন, ‘বন সংরক্ষণ আইন অনুযায়ী সোনাঝুরি জঙ্গলে বসন্তোৎসব হওয়ার কথাই নয়। তাই আমরা বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছি। জঙ্গল নষ্ট হয় মানুষের ভিড়ে। গাড়িও ঢোকে।’
সোনাঝুরির খোয়াই হাট কমিটির সভাপতি তন্ময় মিত্র জানান, ‘বন দফতর নির্দেশ দিয়েছে, জঙ্গলে কোনও রকম আবির খেলা যাবে না। তাই এবার সোনাঝুরিতেও বসন্তোৎসব হচ্ছে না। দোলের দিন ভিড় হয়। যানজট হয়। জঙ্গল নষ্ট হয়। তাই এই সিদ্ধান্ত। তবে হাট খোলা থাকছে। সকলে হাটে আসতে পারবেন।’
উল্লেখ্য, ২০২৪ সালে তৃণমূলের স্থানীয় নেতাদের উদ্যোগে সোনাঝুরি জঙ্গলে বসন্তোৎসব হয়েছিল। অ ত্যাধিক ভিড় ও যানজটে নাজেহাল হতে হয়েছিল আগত সকলকে। কয়েক ঘণ্টা ধরে স্তব্ধ হয়ে গিয়েছিল বোলপুর শহর। ধ্বংস হয়েছিল জঙ্গলের পরিবেশ। তাই বন সংরক্ষণ আইন অনুযায়ী এবার সোনাঝুরি জঙ্গলে বসন্তোৎসব নিষিদ্ধ ঘোষণা করা হল। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জঙ্গলে আবির খেলা যাবে না। গাড়ি পার্কিং করা যাবে না, কোনও রকম ভিডিয়োগ্রাফিও করা যাবে না। ওড়ানো যাবে না ড্রোনও। সবমিলিয়ে বিশ্বভারতীর পর দোলের দিন সোনাঝুরিতে হচ্ছে না বসন্তোৎসব। তবে হাট বসবে।