বিচ্ছেদ ঘটলো চাহাল-ধনশ্রীর,খোরপোষ দেয়া নিয়ে ৬০ কোটি টাকার গুঞ্জন

- আপডেট সময় : ০৪:১৭:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ বার পড়া হয়েছে
ডেস্ক: ভারতের তারকা ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) ও ধনশ্রী ভার্মার বিবাহবিচ্ছেদকে ঘিরে কয়েকদিন ধরেই তুমুল জল্পনা শুরু হয়েছিল। এমনকি,এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়াতেও চলে জোরদার আলোচনা। তবে, এবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে চাহাল ও ধনশ্রী ভার্মার বিবাহবিচ্ছেদের বিষয়টি সত্য হিসেবে প্রমাণিত হল।
চাহাল (Yuzvendra Chahal) ও ধনশ্রী ভার্মার বিবাহবিচ্ছেদ:
জানা গিয়েছে, তাঁরা দু’জনেই ১৮ মাস ধরে একে অপরের থেকে আলাদা ছিলেন। এমতাবস্থায়, গত ২০ ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার বান্দ্রার ফ্যামিলি কোর্টে শেষ শুনানি সম্পন্ন হয় সেই সময় ধনশ্রী এবং যুজবেন্দ্র (Yuzvendra Chahal) উপস্থিত ছিলেন। আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর, দম্পতি আনুষ্ঠানিকভাবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন।
এদিকে, এই বিবাহবিচ্ছেদের পরেই ফের গুঞ্জন শুরু হয় যে চাহালকে (Yuzvendra Chahal) নাকি ধনশ্রীকে ৬০ কোটি টাকার খোরপোষ দিতে হবে। যদিও, এই বিষয়টি আদৌ সত্য নয় ধনশ্রী ভার্মার আইনজীবী অদিতি মোহিনী “বম্বে টাইমস”-এর সাথে কথা বলার সময়ে এই বিষয়টিকে সম্পূর্ণ মিথ্যে বলে অভিহিত করেন। তিনি বলেন, এই বিষয়ে রিপোর্ট করার আগে মিডিয়ার সত্যতা যাচাই করা উচিত।