মাগুরায় বিএনপির সমাবেশ অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৪:০৮:৫২ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫ ৩৯ বার পড়া হয়েছে
ওবায়দুর রহমান,
মাগুরা জেলা প্রতিনিধি।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা,অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি,দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলার দাতীতে মাগুরায় বিএনপির বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার দুপুর মাগুরা নোমানী ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব মোনোয়ার হোসেন খান,যুগ্ন আহ্বায়ক মিথুন রায় চৌধুরী,ঢাক মহানগর যুবদল দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন,বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহ-ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক এ্যাড.নেওয়াজ হালিমা আরলী।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ন মহাসচিব এ্যাড.আব্দুস সালাম আজাদ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,শেখ মুজিব ক্ষমতাকে কুঁথিগত করতে বাঁকশাল কায়েম করেছিলো,এরশাদ ক্ষমতা ধরে রাখতে স্বৈরাচারী রুপ ধারণ করেছিলো,ফখরুদ্দীন-মঈন ইউ ক্ষমতা ধরে রাখতে হাজার হাজার বিএনপি নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়েছিলো,এসব মামলা থেকে আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবও বাদ যায়নি।সেদিন শেখ হাসিনা আমেরিকায় যেয়ে পালিয়েছিলো,আর এখন বিএনপি ও ছাত্রদের আন্দোলনের মুখে তিনি দেশ ছেঁড়ে ভারত পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বর্তমান সরকারকে বলবো,জাতীয় নির্বাচন নিয়ে কোনো তালবাহানা করে কোন লাভ হবে না,পতিত স্বৈরাচার ভারতে বসে নানা ষড়যন্ত্র করছে,অতিদ্রুত জাতীয় সংসদ নির্বাচন দিন,নির্বাচন দিতে যত দেরি করবেন বিদায়ী ফ্যাসিবাদ তত মাথা চাড়া দিয়ে উঠবে,ছাত্রজনতা স্থানীয় নির্বাচনের জন্য আন্দোলন করে জীবন দেয়নি।