মাগুরায় শিশু ধর্ষকদের দ্রুত বিচারের দাবিতে বিভিন্ন সংগঠনের ভিন্ন ভিন্ন কর্মসূচি পালন

- আপডেট সময় : ০১:৪২:৩৪ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫ ৪৫ বার পড়া হয়েছে
ওবায়দুর রহমান, মাগুরা জেলা প্রতিনিধি।
মাগুরায় শিশু ধর্ষকদের দ্রুত বিচারের দাবিতে বিভিন্ন সংগঠন ভিন্ন ভিন্ন কর্মসূচি পালন করেছে। সাধারণ ছাত্রছাত্রীরা লং মার্চ টু মাগুরা কর্মসূচির অংশ হিসাবে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে,মিছিলটি মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালতের সামনে গিয়ে সেখানে তারা অবস্থান নেয়,সকাল ১১থেকে দুপুর ১টা পর্যন্ত সেখানে তারা অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রেখে বিভিন্ন স্লোগান দিতে থাকে,দুপুর ১ টার দিকে তারা আদালত এলাকা থেকে চলে যায়।এর আগে শিশু ও নারী প্রতি নিপিড়ন,সহিংসতা,হেনস্তা, ধর্ষণ, ও শিশু ধর্ষণ এবং আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের পক্ষ থেকে সকাল ১১টায় হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সমনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য রাখেন মাগুরা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুর রহিম সহ অন্যরা। এছাড়াও শিশু ধর্ষকদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেন মাগুরা জেলা আইনজীবী সমিতি। সকাল ১০ টায় মাগুরা আইনজীবী সমিতির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধন থেকে ঘোষণা দেওয়া হয় শিশু ধর্ষকদের পক্ষে মাগুরার কোন আইনজীবী আদালতে দাঁড়াবে না।তাছাড়াও মহম্মদপুর আমিনুর রহমান কলেজ ছাত্রদলের পক্ষ থেকে আরো একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।এদিকে গতকাল রবিবার বিকালে শিশু ধর্ষণ মামলার ৪ আসামিকে মাগুরা আদালতে হাজির করে রাষ্ট্র পক্ষ রিমান্ড প্রর্থনা করলে,আদালত হিটু শেখকে ৭দিন সজীব,রাতুল ও জাহেদাকে ৫দিন করে রিমান্ড মুন্জুর করেন।