মাগুরায় ২১এর শহীদদের গভীর শ্রদ্ধা নিবেদন

- আপডেট সময় : ০৫:১০:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫ ৪০ বার পড়া হয়েছে
ওবায়দুর রহমান, মাগুরা জেলা প্রতিনিধি।
মাগুরায় ২১ এর ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছেন বিভিন্ন শ্রেণির পেশার মানুষ।
২১ ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মাগুরা জেলা প্রশাসক মো:ওহিদুল ইসলাম ও পুলিশ সুপার মিনা মাহমুদা, মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে প্রাঙ্গনে অবস্থিত মাগুরা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।এছাড়া বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী,সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।বিভিন্ন স্কুল,কলেজ,মাদরাসার পক্ষ থেকেও ফুল দিয়ে ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। এরপর জেলা প্রশাসকের আয়োজনে সকাল ৭ টার সময় একটি প্রভাতফেরী বের করা হয়।প্রভাতফেরীটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে,সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে গিয়ে শেষ হয়।