মাগুরার শিবপুরে খাল খননে কৃষকের ক্ষতির আশঙ্কা; কাজ বন্ধের দাবি

- আপডেট সময় : ০২:৪২:৪৭ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫ ৩১ বার পড়া হয়েছে
ওবায়দুর রহমান,
মাগুরা জেলা প্রতিনিধি। মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালি ইউনিয়নের শিবপুর ছোট খাল খনন করা ও সেই মাটি অন্যত্র সরিয়ে তা বিক্রি করার অভিযোগ করেছে এলাকাবাসী। স্থানীয় মেম্বার ইসমাইল হোসেনের নেতৃত্বে গত তিন দিন ধরে এই খাল কাটার কাজ করে আসছেন বলে জানান তারা। একইসাথে শিবপুরের এই সরু খালটি কাটা হলে এলাকার আশেপাশের দশ গ্রামের মানুষের ভোগান্তি হবে। বর্ষায় ফসলি জমি, বসতবাড়িসহ কাচা রাস্তা পানিতে নিমজ্জিত ও প্লাবিত হবার আশংকা করছেন তারা। স্থানীয় মেম্বার ইসমাইল হোসেনের নেতৃত্বে এই মাটি কাটা হচ্ছে জানিয়ে শনিবার ভেকু মেশিন দিয়ে খালের মাটি কাটার সময় এলাকাবাসীর আপত্তির মুখে ভেকুর চালক ভেকু রেখে চলে যায় বলেও জানায় স্থানীয়রা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, শিবপুর গ্রামে মাঠের কাঁচা রাস্তা ঘেষে সরু একটি খাল রয়েছে। সেখানে ভেকুদিয়ে ১৫ ফিট গভ মাটি কাটা হচ্ছে। খাল থেকে গভীর করে কাটা হচ্ছে মাটি। ওই মাটি খালের পাড়ে না দিয়ে অন্য সরিয়ে নেওয়া হচ্ছে। এতে বর্ষাকালে রাস্তা ধসে যাওয়া ও ফসলি জমি এবং খালের পাড়ের বাড়ী ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে। একইসাথে বর্ষার সময় পানিতে ফসলে মাঠ প্লাবিত হবার আশংকা রয়েছে।এলাকার অধিকাংশ লোকের দাবি এই খালটি এত গভীর ভাবে খনন না করা হোক।
বিষয়ে বাবুখালি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান ইসমাইল হোসেন বলেন, পরিষদের পক্ষ থেকে কাবিটা প্রকল্পের ৩ লাখ ২০ হাজার টাকার একটি বরাদ্দ পেয়েছেন। প্রকল্পটির আওতায় শিবপুর গোবিন্দর বাড়ি থেকে পারুয়ারকুল খাল থেকে মাটি কাটা হচ্ছে। খালের মাটি সরিয়ে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দান করা হচ্ছে,মাটি অন্য কোথাও বিক্রি করা হচ্ছে না,যারা মাটি বিক্রি কথা বলছে,তারা না জেনে বুঝে মিথ্যা ভিত্তিহীন কথা বলছে।