রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁ তিলকপুরে রিংকু নামে যুবতীর মৃত্যুর রহস্য উদঘাটন অতঃপর পিতা ও পুত্র আটক নওগাঁয় এক কিশোরীকে অপহরণ অতঃপর ভিকটিম উদ্ধারসহ মুরাদ আটক নওগাঁর মহাদেবপুরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এক নারীসহ ১৩ জন আটক গুইমারায় ১৫ লাখ টাকার ভারতীয় ঔষুধ ও ২০ লক্ষ টাকার গাড়ি সহ আটক ২ ভাঙ্গা উপজেলায় ডিবি পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শেরপুরের নালিতাবাড়ীতে লক্ষাধিক টাকার ভারতীয় মদ সহ গ্রেপ্তার-১ বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন খান লক্ষ্মীপুর-১  আচরণবিধি লঙ্ঘনের কারণে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নড়াইল-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী লায়ন নূর ইসলাম মধুপুরে আবারও পেঁয়াজের দাম কেজি প্রতি ১১০ টাকা নওগাঁ-৩ মহাদেবপুর-বদলগাছী আসনে ১১ জনের মনোনয়ন পত্র দাখিল করেছেন শেরপুরের ঝিনাইগাতীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমিটির পরিচিত অনুষ্ঠান জয়পুরহাটের কালাইয়ে দেশীয় অস্ত্রের আঘাতে বৃদ্ধকে হত্যা বগুড়া-০৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন সাংবাদিক নয়ন রায় মাসদাইরে বিদ্যালয়ের সামনে রমরমা মাদক ব্যবসা, আতঙ্কে শিক্ষার্থীরা জামালপুর-৪ আসনের দলীয় নৌকার প্রার্থী হেলালের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে কাহালুতে আওয়ামীলীগের নৌকা মার্কার প্রার্থী হেলাল উদ্দিন কবিরাজের মনোনয়ন পত্র দাখিল নওগাঁ সদর গোস্ত হাটির মোড়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে ৪ মাংস ব্যবসায়ীকে জরিমানা নওগাঁয় বিএনপির ৫৭ জন নেতাকর্মীকে জামিন দিলেন বিজ্ঞআদালত বগুড়ায় সাতটি আসনে ৮৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল! ৪৮ নওগাঁ ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন কৌতুক অভিনেতা চিকন আলী

মাগুরা ছাত্রদলের সভাপতি’কে মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪ বার পঠিত

মাগুরা জেলা প্রতিনিধি।

সাজানো মাদক প্রতারণামূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে পৃথকভাবে সংবাদ সম্মেলন করেছে,মাগুরা জেলা বিএনপি ও জেলা ছাএ দল।

রবিবার ২৪ সেপ্টেম্বর বিকালে শহীদ মিন্টু সড়কে অবস্থিত অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে জেলা ছাএ দলের সভাপতি আব্দুর রহিম’কে মিথ্যা মামলা থেকে অব্যাহতি চেয়ে বিবৃতি প্রদান করেন নেতাকর্মিরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা বিএনপির আহবায়ক মোঃ আলী আহমেদ বলেন,গত ২৩,০৯,২০২৩ রোজ শনিবার বিকাল আনুমানিক ৪ঘটিকায় মাগুরা ভায়নার মোড় এলাকা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মাগুরা জেলা শাখার সম্মানিত সভাপতি জনাব আব্দুর রহিমকে বিনা ওয়ারেন্টে মাগুরা ডিবি পুলিশ গ্রেফতার করে। এবং সদর থানা পুলিশ তাকে কোর্টে প্রেরণ করলে তার বিরুদ্ধে অবৈধ মিথ্যা বানোয়াট মাদক মামলা দায়ের করে জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে। অবৈধ সরকারের বাকশালী পুলিশের কাপুরুষঘোষিত গ্রেফতার ও মামলার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এদিকে একই ঘটনায় মাগুরা জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শামীম হোসেন মিলন,এবং সাধারণ সম্পাদক এসএম আবু তাহের সবুজ যৌথ বিবৃতিতে বলেন,বাকশালী চশমা পরিধানকারী কতিপয় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের মাঝে এক চোখা মনোভাব বিরাজ করছে মাগুরা। পুলিশ জনগণের বন্ধু আজ নিজেরাই বিভীষণ শত্রু হয়ে বিরোধীদলীয় নেতাকর্মীদের বিনা ওয়ারেন্টে অবৈধভাবে গ্রেপ্তার করে জনসাধারণের মাঝে ভয় ভিত্তি সৃষ্টি করে বিরোধীদল নিধনের মহা উৎসবে মেতে উঠেছে। উপরস্থ বেসামাল প্রশাসন আর টালমাটাল সরকার আজ দু’য়ে মিলে একাকার। যেকোনো উপায়ে স্বৈরাশাসন প্রলম্বিত করাই এদের একমাত্র লক্ষ্য। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মাগুরা জেলা শাখা এদের এই দুর্ভিসন্ধি কোনভাবেই বাস্তবায়ন হতে দেবে না।

শামীম হোসেন মিলন এবং এসএম আবু তাহের সবুজ আরো বলেন, অবৈধ মামলা করে ফ্যাসিবাদের শেষ রক্ষা হবে না। ছাত্রদল কঠিন আন্দোলনের মাধ্যমে দেশ নায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে,হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধার ও ফ্যাসিবাদের সমাধি রচনা করবে ইনশাল্লাহ। অবিলম্বে উক্ত-মিথ্যা মামলা থেকে মাগুরা জেলা ছাত্রদলের সভাপতি জনাব আব্দুর রহিমকে নিঃশর্ত মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবি জানাই।

এ সময় উপস্থিত ছিলেন,মোঃ আলী আহমেদ জেলা বিএনপি আহবায়ক, আক্তার হোসেন সদস্য সচিব, কামরুজ্জামান ফারুক যুগ্ম আহবায়ক, কিজিল খান ও ফরিদ খান সদস্য জেলা বিএনপি মাগুরা। এছাড়াও উপস্থিত ছিলেন আবু দারদা সহ-সভাপতি জেলা ছাত্রদল, জুয়েল,শাকিল, সজীব, লাবু, রানা, মাহমুদুর রহমান তিতাস, প্রচার সম্পাদক মামুন সহ আরো অনেকে নেতাও কর্মী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By cinn24.com
themesbazar24752150