মাগুরা জেলা প্রতিনিধি।
সাজানো মাদক প্রতারণামূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে পৃথকভাবে সংবাদ সম্মেলন করেছে,মাগুরা জেলা বিএনপি ও জেলা ছাএ দল।
রবিবার ২৪ সেপ্টেম্বর বিকালে শহীদ মিন্টু সড়কে অবস্থিত অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে জেলা ছাএ দলের সভাপতি আব্দুর রহিম’কে মিথ্যা মামলা থেকে অব্যাহতি চেয়ে বিবৃতি প্রদান করেন নেতাকর্মিরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা বিএনপির আহবায়ক মোঃ আলী আহমেদ বলেন,গত ২৩,০৯,২০২৩ রোজ শনিবার বিকাল আনুমানিক ৪ঘটিকায় মাগুরা ভায়নার মোড় এলাকা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মাগুরা জেলা শাখার সম্মানিত সভাপতি জনাব আব্দুর রহিমকে বিনা ওয়ারেন্টে মাগুরা ডিবি পুলিশ গ্রেফতার করে। এবং সদর থানা পুলিশ তাকে কোর্টে প্রেরণ করলে তার বিরুদ্ধে অবৈধ মিথ্যা বানোয়াট মাদক মামলা দায়ের করে জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে। অবৈধ সরকারের বাকশালী পুলিশের কাপুরুষঘোষিত গ্রেফতার ও মামলার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এদিকে একই ঘটনায় মাগুরা জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শামীম হোসেন মিলন,এবং সাধারণ সম্পাদক এসএম আবু তাহের সবুজ যৌথ বিবৃতিতে বলেন,বাকশালী চশমা পরিধানকারী কতিপয় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের মাঝে এক চোখা মনোভাব বিরাজ করছে মাগুরা। পুলিশ জনগণের বন্ধু আজ নিজেরাই বিভীষণ শত্রু হয়ে বিরোধীদলীয় নেতাকর্মীদের বিনা ওয়ারেন্টে অবৈধভাবে গ্রেপ্তার করে জনসাধারণের মাঝে ভয় ভিত্তি সৃষ্টি করে বিরোধীদল নিধনের মহা উৎসবে মেতে উঠেছে। উপরস্থ বেসামাল প্রশাসন আর টালমাটাল সরকার আজ দু’য়ে মিলে একাকার। যেকোনো উপায়ে স্বৈরাশাসন প্রলম্বিত করাই এদের একমাত্র লক্ষ্য। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মাগুরা জেলা শাখা এদের এই দুর্ভিসন্ধি কোনভাবেই বাস্তবায়ন হতে দেবে না।
শামীম হোসেন মিলন এবং এসএম আবু তাহের সবুজ আরো বলেন, অবৈধ মামলা করে ফ্যাসিবাদের শেষ রক্ষা হবে না। ছাত্রদল কঠিন আন্দোলনের মাধ্যমে দেশ নায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে,হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধার ও ফ্যাসিবাদের সমাধি রচনা করবে ইনশাল্লাহ। অবিলম্বে উক্ত-মিথ্যা মামলা থেকে মাগুরা জেলা ছাত্রদলের সভাপতি জনাব আব্দুর রহিমকে নিঃশর্ত মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবি জানাই।
এ সময় উপস্থিত ছিলেন,মোঃ আলী আহমেদ জেলা বিএনপি আহবায়ক, আক্তার হোসেন সদস্য সচিব, কামরুজ্জামান ফারুক যুগ্ম আহবায়ক, কিজিল খান ও ফরিদ খান সদস্য জেলা বিএনপি মাগুরা। এছাড়াও উপস্থিত ছিলেন আবু দারদা সহ-সভাপতি জেলা ছাত্রদল, জুয়েল,শাকিল, সজীব, লাবু, রানা, মাহমুদুর রহমান তিতাস, প্রচার সম্পাদক মামুন সহ আরো অনেকে নেতাও কর্মী।