মাগুরা মেডিকেল কলেজ নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদ সড়ক অবরোধ

- আপডেট সময় : ১০:১৩:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫ ৩২ বার পড়া হয়েছে
ওবায়দুর রহমান,
মাগুরা জেলা প্রতিনিধি।
মাগুরা মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে ও দ্রুত স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে প্রতিবাদ সমাবেশ,মানববন্ধন,বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে মেডিকেলর ছাত্রছাত্রী এবং এলাকাবাসী।
মঙ্গলবার বেলা১১ টার সময় মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সেখানে মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের ও এলাকাবাসীর পাশাপাশি বক্তব্য দেন বিএনপি,জামায়াতের মাগুরা জেলার শীর্ষ পর্যায়ের নেতারা। এছাড়াও বক্তব্য রাখেন মাগুরা জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো:আব্দুর রহিম মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক শফিকুল ইসলাম সহ বিভিন্ন পেশাজীবি ও সমাজিক সংগঠনের নেতৃবৃন্দ ।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের ভায়না মোড়ে যেয়ে,৬ রাস্তার প্রবেশ মুখে এলাকাবাসী ও ছাত্রছাত্রীরা অবস্থান নিলে। ঢাকা-খুলনা মহাসড়ক ও ঢাকা-কুষ্টিয়া মহাসড়কসহ স্থানীয় রুটে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়,সেখানে ৩০ মিনিট অবস্থানের পর পুলিশের অনুরোধে অবরোধকারীরা চলে গেলে প্রায় দেড় ঘন্টা পর শহরে যানবহন চলাচল স্বাভাবিক হয়।