ভ্রাম্যমাণ প্রতিনিধি: মোঃ সামিউল হক সায়িম
মেরী স্টোপস বাংলাদেশ এর একটি মাইক্রো গাড়ি গত ০৫ সেপ্টেম্বর, মঙ্গলবার দুপরে জয়পুরহাট এর কালাই বাসস্ট্যান্ড হয়ে সি.এন্ড.বি. রোড দিয়ে যাচ্ছিলো। এমতাবস্থায় গাড়িটি রাস্তার দক্ষিণ সাইডে একটি হোটেলের ধারে মার্কেটের রাস্তা বন্ধ করে পার্ক করা হয়। উক্ত গাড়ির যাত্রীরা হোটেলে গিয়ে বেশ কিছুক্ষণ খাওয়ার জন্য সময় কাটান। গাড়িটি মার্কেট এর রাস্তা বন্ধ করে দাঁড়িয়ে থাকায়, জনগণের যাতায়াত ব্যাহত হয়। একটি খ্যাতনামা আন্তর্জাতিক স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠানের এরূপ আচরণে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে, মেরী স্টোপস বাংলাদেশ জনকল্যাণেই কি কাজ করে?