রঞ্জন প্রভুপাদ এর শেষ নিঃশ্বাস ত্যাগ, শোক প্রকাশ

- আপডেট সময় : ১২:২৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫ ১৩৯ বার পড়া হয়েছে
সুশান্ত মালাকার দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া কইল গ্রামের শ্রী রঞ্জন প্রভুপাদ গতকাল শনিবার ৮ মার্চ দুপুর ২:০০ ঘটিকায় এহ লোক ছাড়িয়া পরলোক গমন করিয়াছেন। (দিব্যাং ঔঁ লোকাং (স্বগচ্ছুতু) মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৩৫ বছর। উপজেলা তালোড়া কইল গ্রামের হিতেন চন্দ্র দেবনাথের পুত্র শ্রী রঞ্জন প্রভুপাদ হঠাৎ ব্লাড ক্যান্সার ধরা পড়ে। সে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন। সেখানে চিকিৎসা করা অবস্থায়, তাকে তার পরিবারের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকা একটি হসপিটালে নিয়ে যাওয়ার পথে ৮ মার্চ শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি বাবা- মা, স্ত্রী, বোন সহ আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। তার বিদেহী আত্মার চিরশান্তি কামনা সহ শোক সস্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, সাবেক তালোড়া ইউপি সদস্য, অশোক কুমার দেব। কইল সার্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির কমিটির পক্ষে শ্রী নীরেন কুমার সাহা। আলতাফ নগর ইবনে সৈয়দ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক শ্রী প্রদীপ কুমার প্রাং। জাতীয় দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকা উপজেলা প্রতিনিধি সাংবাদিক সুশান্ত মালাকার। সাবেক ইউপি সদস্য সুরঞ্জিত কুমার কর্মকার সুবল। মিন্টু কমল সরকার কাজল। মালাকার পাড়া শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সভাপতি শ্রী সুভাষ কুমার মালাকার সষ্ঠা। ক্যাশিয়ার শ্রী সুজন কুমার সেন। শ্রী সঞ্জিত কুমার মালাকার মন্টু প্রমুখ।