এস,আর শরিফুল ইসলাম রতন, লালমনিরহাট।
লালমনিরহাট সদর উপজেলার তিস্তা নদীতে নৌকায় জুয়ারুকে ধাওয়া করলে হামীম (২০)নামের এক যুবক নিখোঁজ।অভিভাবকের থানায় জিডি,এলাকা বাসীর দাবী পুলিশের কারনে হামীম নিখোঁজ।
মঙ্গলবার(০৫সেপ্টম্বর)লালমনিরহাট সদর উপজেলার
গোকুন্ডা ইউনিয়নের মিয়াপাড়া এলাকার নবিজ কাসাইয়ের পুত্র হামীম নিখোঁজ হবার কারনে মোস্তফি বাজার এলাকায় রাত ০৮টায় শতাধিক এলাকা বাসী ক্ষোভ প্রকাশ করেন।তারা জানায় গত রাত ১১টায় তিস্তা নদীর রেল ব্রিজের পশ্চিম পাশে একটি নৌকায় দশ থেকে বারো জনের একটি দল জুয়া খেলছিলো, পুলিশের এস আই আশরাফুল সঙ্গীয় ফোর্স নিয়ে ধাওয়া দিলে দুজন জুয়ারুকে ঘটনা স্থল থেকে আটক করে,এসময় অন্যরা পালিয়ে গেলে হামীম (২০)নদীতে ঝাঁপ দেয়।গতকাল থেকে হামীম নিখোঁজ রয়েছে এই নিয়ে এলাকাবাসী উত্তেজিত।
এদিকে গ্রেফতারকৃত জুয়ারু মোজাদ,জাকির আজ আদালত থেকে জামিন নিয়ে কারাগার থেকে বেরিয়ে এসেছে।তাদের মোবাইল বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।
নিখোঁজ হামীমের বড় ভাই সামীম জানায় গতকাল রাত দশটার দিকে জুয়ারু মোজাদ ও জাকির আমার ছোট ভাই হামীম কে বাড়ী থেকে ডেকে নিয়ে যায়,পড়ে শুনতে পাই তারা তিস্তা নদীতে জুয়া খেলা অবস্থায় পুলিশের এস আই আশরাফুল ধাওয়া করে দুজন কে গ্রেফতার করে,ঘটনাস্থলে আমার ভাইকে ধাওয়া করলে সে নদীতে ঝাঁপ দেয়, পুলিশ দুজনকে ধরে নিয়ে আসলেও আমার ভাই বাঁচলো না মরলো তা না দেখে পুলিশ চলে আসে।পুলিশের ধাওয়া কারনে আমার ভাই নিখোঁজ রয়েছে,আমরা হামীমের সন্ধান চাই,পুলিশ হামীমের সন্ধান দিক এটা দাবী জানাই।
এদিকে শতাধিক গ্রামবাসী দাবী করেন আমাদের ছেলে কে পুলিশ ধাওয়া দেওয়ায় নিখোঁজ রয়েছে আমরা আমাদের ছেলেকে ফেরত চাই।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উমর ফারুখ এবং ওসি তদন্ত স্বপন কুমার সরকার কে অবগত করা হলে তারা বলেন বিষয়টি অবগত নই আপনাদের মাধ্যমে জানলাম।আমরা বিষয়টি দেখতেছি।