শহীদ আবু সাঈদের পরিবারকে ইফতার ও ঈদ সামগ্রী পাঠালেন কাহালু -নন্দীগ্রাম এলাকার সাবেক এমপি আলহাজ্ব মোশাররফ হোসেন

- আপডেট সময় : ০৩:১৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫ ৩৭ বার পড়া হয়েছে
শ্রীমান বৈদ্যনাথ কাহালু উপজেলা প্রতিনিধি:
২০২৪ সালে আগস্ট বিপ্লবের শ্রেষ্ঠ সন্তান , নতুন স্বাধীনতা রক্ষায় জীবন দিয়ে বাঙালি জাতিকে উৎসর্গ করা জাতির বীরশ্রেষ্ঠ সন্তান শহীদ আবু সাঈদ এর পরিবারের জন্য ইফতার ও ঈদ সামগ্রী নগদ অর্থ, চাল, ডাল, চিনি, সেমাই, দুধ, ডিম, আপেল, কমলা, আঙ্গুর, কলা, খেজুর সহ ইত্যাদি পণ্য প্রতিনিধির মাধ্যমে পাঠালেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া -৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন।
গত রোববার রংপুরে গিয়ে শহীদ আবু সাঈদের পরিবারের নিকট ইফতার ও ঈদ সামগ্রী তুলে দেন নন্দীগ্রাম পৌরসভার সাবেক মেয়র বিএনপিনেতা শ্রী সুশান্ত কুমার শান্ত, নন্দীগ্রাম পৌর যুবদলের আহ্বায়ক গোলাম রব্বানী , যুবদলনেতা আব্দুল ওয়াহেদ ,শামসুল হক, জসিম উদ্দীন।