সন্তানসহ বেনজীরের নামে দুদকের মামলা

- আপডেট সময় : ০২:২৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫ ১৮ বার পড়া হয়েছে
ছবি- সংগৃহীত
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ, তার স্ত্রী জীশান মির্জা এবং দুই মেয়ে ফারহীন রিশতা ও তাহসীন রাইসার বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এ মামলা হয়। আসামিরা অবৈধ উপায়ে বিপুল পরিমাণ অর্থ দেশে বা দেশের বাইরে পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে।
দুদকের এজাহারে বলা হয়েছে, বেনজীর আহমেদ এবং তার পরিবারের সদস্যরা বিভিন্ন কৌশলে অর্থ স্থানান্তর করেছেন এবং সেই অর্থের বৈধ উৎস পাওয়া যায়নি।
আভিযোগ আছে, মামলার আগেই নিজেদের অ্যাকাউন্ট থেকে ১০০ কোটি টাকা সরিয়ে নেয় বেনজীর পরিবার। তবে এখন পর্যন্ত অনুসন্ধান করে দেখা যায়, সরিয়ে ফেলা টাকার অংক ১৪ কোটি।
জানা গেছে, এই অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন তাদের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগ আনে এবং মামলাটি তদন্তের জন্য দায়ের করা হয়। দুদক এই মামলাটি মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এবং দুদক আইন ২০০৪ এর আওতায় দায়ের করেছে।