সন্তান সহ নিখোঁজ বাবা-মা! ময়নাগুড়িতে বাড়ছে রহস্য

- আপডেট সময় : ১১:৫৬:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫ ১৮ বার পড়া হয়েছে
সংবাদদাতা, ময়নাগুড়ি: শিশু কন্যা সহ নিখোঁজ হয়ে গেলন বাবা-মা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ময়নাগুড়ির আমগুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। আজ, মঙ্গলবার ময়নাগুড়ি থানায় নিখোঁজ সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের তরফ থেকে। ঘটনার তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিস।
জানা গিয়েছে, গত রবিবার মিতালী রায় সরকার তাঁর এক বছরের কন্যা সন্তানকে নিয়ে স্বামী দীপঙ্কর সরকারের সঙ্গে শ্বশুরবাড়িতে যাওয়ার উদ্দেশে বের হন। কিন্তু তারপর তাঁরা আর বাড়ি ফিরে আসেননি। এরপরই পরিবারের তরফ থেকে বিভিন্ন স্থানে তাঁদের খোঁজ শুরু হয়। খোঁজ খবর নেওয়া হয় আত্মীয় পরিজনদের বাড়িতেও। পরিবার সূত্রে খবর, কোথাও তাঁদের কোনও হদিশ পাওয়া যায়নি। তাঁদের আচমকা এই নিখোঁজ হাওয়ায় বিস্মিত পরিবারের অন্যান্য সদস্যরা। পুলিস তাঁদের খোঁজে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে।
এ প্রসঙ্গে মিতালীর দাদা রবি রায় বলেন, “গোটা পরিবার আচমকা নিখোঁজ হয়ে যাওয়ায় আমরা সকলেই অবাক। অনেক খোঁজ করা হয়েছে, কিন্তু তাঁদের এখনও পর্যন্ত তাঁদের কোনও খবর পাওয়া যায়নি।”