ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তালোড়ায় দরিদ্রদের মাঝে বিনামূল্যে নলকূপ টিউবওয়েল বিতরণ বগুড়ার কাহালুতে মারপিটে তিনজন গুরুতর আহত ৭ দফা সুপারিশ, অনলাইন পোর্টাল নিয়ে গণমাধ্যম সংস্কার কমিশনের নওগাঁর পত্নীতলায় পৃথক অভিযান চালিয়ে ১১৯ কেজি গাঁজাসহ ছয় জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কালাইয়ে পুনটে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল প্রধান উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কিছু প্রস্তাব দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে মহিলা জামায়াতের দাবি, ইসরাইলকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণা করে জাতিসংঘের সদস্যপদ বাতিল করার ৫ লাখ ৩০ হাজার অভিবাসীর বৈধতা বাতিল করলেন ট্রাম্প নওগাঁয় কোটা বাতিলসহ ৬ দফা দাবিতে ক্লাস-পরিক্ষা বর্জন করে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা নওগাঁয় শিলামুনি ও বিগবাজার গার্মেন্টসকে প্রতারণার দায়ে ১ লক্ষ্য টাকা জরিমানা

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলা: ফারজানা রুপাকে জিজ্ঞেসাবাদ করবে টাস্কফোর্স

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ১০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলা তদন্তে একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক-উপস্থাপক ফারজানা রুপাকে জিজ্ঞাসাবাদ করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গঠিত উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স। বর্তমানে একাধিক মামলায় কারাগারে আটক রয়েছেন ফারজানা রুপা। গেল ৪ মার্চ সাগর-রুনি হত্যা মামলায় তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।

মঙ্গলবার আদালতের শেরেবাংলা নগর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম বলেন, তদন্ত কর্মকর্তা পিবিআই এর অতিরিক্ত পুলিশ সুপার আজিজুল হকের আবেদনের পরিপ্রেক্ষিতে ফারজানা রূপাকে এই মামলায় জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন ঢাকার মহানগর হাকিম এম এ আজহারুল ইসলাম। তিনি বলেন, মামলার তদন্ত অতিরিক্ত পুলিশ সুপার আজিজুল হক এ মামলায় ফারজানা রূপাকে জিজ্ঞাসাবাদের জন্য গত ২৭ ফেব্রুয়ারি আদলতে আবেদন করেন। ৪ মার্চ ঢাকার মহানগর হাকিম এম এ আজহারুল ইসলাম শুনানি নিয়ে আবেদন মঞ্জুর করে তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

মঙ্গলবার মামলাটি তদন্ত কর্মকর্তা পিবিআই এর অতিরিক্ত পুলিশ সুপার আজিজুল হক বলেন, “এখনও ফারজানা রূপাকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। তবে শিগগির তাকে জিজ্ঞাসাবাদ করে হবে।”

আবেদনে বলা হয়েছে, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের সময়ে ফারজানা রূপা এটিএন বাংলা টেলিভিশনে প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন। সাগর-রুনির সঙ্গে তার ঘনিষ্ট সম্পর্ক ছিল এবং পারিবারিকভাবে ঘনিষ্ঠতা ও যাতায়াত ছিল। হত্যাকাণ্ডটি নিয়ে তিনি টেলিভিশনে রিপোর্ট করেন বলে জানা যায়। তাকে জিজ্ঞাসাবাদ করলে এ হত্যা মামলার রহস্য উদঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া করা বাসায় খুন হন সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। নিহত রুনির ভাই নওশের আলম রোমান বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন।

গত বছরের ৩০ সেপ্টেম্বর সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তের দায়িত্ব র‌্যাব থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গঠিত একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সের মাধ্যমে তদন্তের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

ক্ষমতার পালাবদলের পর দেশ ছাড়ার চেষ্টার সময় ২১ অগাস্ট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফারজানা রূপা ও তার স্বামী সাংবাদিক শাকিল আহমেদকে গ্রেপ্তার করা হয়। পরে আদাবর থানার এক হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুই দফা রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

এরপর বৈষম্যবিরোধী আন্দোলনের মিরপুর থানার এক হত্যা মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে গ্রেপ্তার দেখিয়ে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলা: ফারজানা রুপাকে জিজ্ঞেসাবাদ করবে টাস্কফোর্স

আপডেট সময় : ১০:৪০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলা তদন্তে একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক-উপস্থাপক ফারজানা রুপাকে জিজ্ঞাসাবাদ করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গঠিত উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স। বর্তমানে একাধিক মামলায় কারাগারে আটক রয়েছেন ফারজানা রুপা। গেল ৪ মার্চ সাগর-রুনি হত্যা মামলায় তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।

মঙ্গলবার আদালতের শেরেবাংলা নগর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম বলেন, তদন্ত কর্মকর্তা পিবিআই এর অতিরিক্ত পুলিশ সুপার আজিজুল হকের আবেদনের পরিপ্রেক্ষিতে ফারজানা রূপাকে এই মামলায় জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন ঢাকার মহানগর হাকিম এম এ আজহারুল ইসলাম। তিনি বলেন, মামলার তদন্ত অতিরিক্ত পুলিশ সুপার আজিজুল হক এ মামলায় ফারজানা রূপাকে জিজ্ঞাসাবাদের জন্য গত ২৭ ফেব্রুয়ারি আদলতে আবেদন করেন। ৪ মার্চ ঢাকার মহানগর হাকিম এম এ আজহারুল ইসলাম শুনানি নিয়ে আবেদন মঞ্জুর করে তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

মঙ্গলবার মামলাটি তদন্ত কর্মকর্তা পিবিআই এর অতিরিক্ত পুলিশ সুপার আজিজুল হক বলেন, “এখনও ফারজানা রূপাকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। তবে শিগগির তাকে জিজ্ঞাসাবাদ করে হবে।”

আবেদনে বলা হয়েছে, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের সময়ে ফারজানা রূপা এটিএন বাংলা টেলিভিশনে প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন। সাগর-রুনির সঙ্গে তার ঘনিষ্ট সম্পর্ক ছিল এবং পারিবারিকভাবে ঘনিষ্ঠতা ও যাতায়াত ছিল। হত্যাকাণ্ডটি নিয়ে তিনি টেলিভিশনে রিপোর্ট করেন বলে জানা যায়। তাকে জিজ্ঞাসাবাদ করলে এ হত্যা মামলার রহস্য উদঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া করা বাসায় খুন হন সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। নিহত রুনির ভাই নওশের আলম রোমান বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন।

গত বছরের ৩০ সেপ্টেম্বর সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তের দায়িত্ব র‌্যাব থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গঠিত একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সের মাধ্যমে তদন্তের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

ক্ষমতার পালাবদলের পর দেশ ছাড়ার চেষ্টার সময় ২১ অগাস্ট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফারজানা রূপা ও তার স্বামী সাংবাদিক শাকিল আহমেদকে গ্রেপ্তার করা হয়। পরে আদাবর থানার এক হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুই দফা রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

এরপর বৈষম্যবিরোধী আন্দোলনের মিরপুর থানার এক হত্যা মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে গ্রেপ্তার দেখিয়ে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়।