ঢাকা ১০:০৯ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডোনাল্ড ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে তেল স্থাপনায় হামলা চালিয়েছে ইউক্রেন রাষ্ট্রপতির আদেশ ক্রমে বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছ ধরার উপর ৫৮ দিনের নিষেধাজ্ঞা ঢাকায় জাতীয় পার্টির ইফতার মাহফিলে হামলা, বেশ কয়েকজন আহত নওগাঁ বগুড়া-ঢাকা আন্তঃজেলা ও দূরপাল্লার সবধরনের বাস চলাচল বন্ধ প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ দুপচাঁচিয়ার কইলে ১৬ প্রহর ব্যাপী রাধা গোবিন্দের পদাবলী লীলা কীর্তন শুরু রংপুরের মিঠাপুকুরে বোরকা পরে পালানোর সময় ‘ধর্ষক’কে ধরে গণপিটুনি জাপানি নায়িকা পর্নোগ্রাফি ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন বাংলাদেশ প্রেসক্লাব দুপচাঁচিয়া উপজেলা কমিটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দুপচাঁচিয়া উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা : ২ মার্চ তদন্ত প্রতিবেদন না দিলে আন্দোলনের হুঁশিয়ারি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫ ৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেস্ক রিপোর্ট: মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি হত্যার তদন্ত প্রতিবেদন জমা দিতে আলটিমেটাম দিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। আগামী ২ মার্চের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা না দিলে সংগ্রাম কমিটি গঠন করে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সাংবাদিকরা।
এ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়া হবে আগামীকাল বুধবার। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সাগর-রুনি হত্যার বিচার দাবিতে প্রতিবাদ সমাবেশ করেন সাংবাদিকরা।
বক্তারা বলেন, এ হত্যাকাণ্ডের ১৩ বছর পূর্ণ হয়েছে। এরপরও কোনো তদন্ত হয়নি। তদন্ত সংস্থা র‌্যাব আদালতে তদন্ত প্রতিবেদন দেওয়া নিয়ে কেবল সময়ই চেয়েছে, কালক্ষেপণ করে মামলা ভিন্নখাতে প্রবাহিত করা হয়েছে। কারণ এ হত্যার সঙ্গে সাবেক ফ্যাসিস্ট সরকারের অনেকে জড়িত ছিল।
তারা বলেন, বিগত সরকার এ পর্যন্ত ১১৪ বারের মতো প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পিছিয়েছে। ফলে সেই সময় থেকে এখন পর্যন্ত এই মামলার কোনো অগ্রগতি হচ্ছে না। আমরা প্রত্যাশা করবো বর্তমান সরকার এ মামলা এগিয়ে নিয়ে যাবে। আমরা জেনেছি, আগামী ২ মার্চ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এ মামলার প্রতিবেদন জমা দেবে। সে পর্যন্ত আমরা এ সরকারকে সময় দিচ্ছি।
ডিআরইউয়ের সভাপতি আবু সালেহ আকন বলেন, বিগত সরকার ফ্যাসিস্ট বলে এ মামলার বিচার হয়নি। এত বড় হত্যাকাণ্ডে কারা জড়িত, সেটাও আমরা জানতে পারিনি। বারবার তদন্ত ভিন্নখাতে প্রবাহিত করা হয়েছে। কারণ খোদ ওই সরকারের প্রভাবশালীরা এ খুনের সঙ্গে জড়িত।
আরও পড়ুন
১৩ বছরে অদৃশ্য অনেক সাক্ষী, এবার আসবে বিচার পরিচালনার প্রতিবেদন
তিনি বলেন, এখন সেই ফ্যাসিস্ট সরকারের সময় শেষ। এখন বিপ্লবী সরকার, আমরা আশা করি এ হত্যাকাণ্ডের বিচার পাবো। তারপরও আগামী ২ মার্চ পর্যন্ত সময় দিচ্ছি। কোনোভাবে যদি এ সরকারও তদন্ত পেছায়, তবে ২ মার্চ ডিআরইউসহ অন্য সাংবাদিক সংগঠন নিয়ে একটি সংগ্রাম কমিটি গঠন করা হবে। তখন আমরাও রাস্তায় নামবো। জোরালো আন্দোলন হবে।
এ সময় ডিআরইউয়ের সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, বেশ কয়েকজন সাবেক সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্য সম্পাদকীয় ও কার্যনির্বাহী সদস্য, সাগর-রুনির সহকর্মী ও অন্য সাংবাদিক সংগঠনের প্রতিনিধি এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ডিআরইউ’র সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা বলেন, ফ্যাসিস্ট সরকার পরিকল্পিতভাবে এ বিচার করেনি। বারবার এড়িয়ে গেছে। তারা র‌্যাবকে দিয়ে নাটক করেছে। ওই সংস্থা সাড়ে ১২ বছরে তদন্তে প্রতিবেদন দিতে পারেনি। এখন আমরা আশা করি পিবিআই ঠিক সময়ে তদন্ত প্রতিবেদন দেবে, এ সরকার সাংবাদিকদের এতবড় দুর্ঘটনা নিয়ে কোনো কালক্ষেপণ করবে না।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন বলেন, এতদিনের এত আন্দোলন ও সংগ্রামের পরও এ হত্যাকাণ্ডের তদন্তের কোনো অগ্রগতি হয়নি। কারণ ওই সময় সরকার জানতো তাদের নাম এ হত্যাকাণ্ডে জড়িয়ে যাবে। এবার বিচার না হলে জাতীয় প্রেস ক্লাব, ডিআরইউ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নসহ সব সাংবাদিক সংগঠন নিয়ে বৃহৎ সংগ্রাম কমিটি গঠন করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা : ২ মার্চ তদন্ত প্রতিবেদন না দিলে আন্দোলনের হুঁশিয়ারি

আপডেট সময় : ১০:৩৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫

ডেস্ক রিপোর্ট: মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি হত্যার তদন্ত প্রতিবেদন জমা দিতে আলটিমেটাম দিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। আগামী ২ মার্চের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা না দিলে সংগ্রাম কমিটি গঠন করে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সাংবাদিকরা।
এ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়া হবে আগামীকাল বুধবার। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সাগর-রুনি হত্যার বিচার দাবিতে প্রতিবাদ সমাবেশ করেন সাংবাদিকরা।
বক্তারা বলেন, এ হত্যাকাণ্ডের ১৩ বছর পূর্ণ হয়েছে। এরপরও কোনো তদন্ত হয়নি। তদন্ত সংস্থা র‌্যাব আদালতে তদন্ত প্রতিবেদন দেওয়া নিয়ে কেবল সময়ই চেয়েছে, কালক্ষেপণ করে মামলা ভিন্নখাতে প্রবাহিত করা হয়েছে। কারণ এ হত্যার সঙ্গে সাবেক ফ্যাসিস্ট সরকারের অনেকে জড়িত ছিল।
তারা বলেন, বিগত সরকার এ পর্যন্ত ১১৪ বারের মতো প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পিছিয়েছে। ফলে সেই সময় থেকে এখন পর্যন্ত এই মামলার কোনো অগ্রগতি হচ্ছে না। আমরা প্রত্যাশা করবো বর্তমান সরকার এ মামলা এগিয়ে নিয়ে যাবে। আমরা জেনেছি, আগামী ২ মার্চ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এ মামলার প্রতিবেদন জমা দেবে। সে পর্যন্ত আমরা এ সরকারকে সময় দিচ্ছি।
ডিআরইউয়ের সভাপতি আবু সালেহ আকন বলেন, বিগত সরকার ফ্যাসিস্ট বলে এ মামলার বিচার হয়নি। এত বড় হত্যাকাণ্ডে কারা জড়িত, সেটাও আমরা জানতে পারিনি। বারবার তদন্ত ভিন্নখাতে প্রবাহিত করা হয়েছে। কারণ খোদ ওই সরকারের প্রভাবশালীরা এ খুনের সঙ্গে জড়িত।
আরও পড়ুন
১৩ বছরে অদৃশ্য অনেক সাক্ষী, এবার আসবে বিচার পরিচালনার প্রতিবেদন
তিনি বলেন, এখন সেই ফ্যাসিস্ট সরকারের সময় শেষ। এখন বিপ্লবী সরকার, আমরা আশা করি এ হত্যাকাণ্ডের বিচার পাবো। তারপরও আগামী ২ মার্চ পর্যন্ত সময় দিচ্ছি। কোনোভাবে যদি এ সরকারও তদন্ত পেছায়, তবে ২ মার্চ ডিআরইউসহ অন্য সাংবাদিক সংগঠন নিয়ে একটি সংগ্রাম কমিটি গঠন করা হবে। তখন আমরাও রাস্তায় নামবো। জোরালো আন্দোলন হবে।
এ সময় ডিআরইউয়ের সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, বেশ কয়েকজন সাবেক সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্য সম্পাদকীয় ও কার্যনির্বাহী সদস্য, সাগর-রুনির সহকর্মী ও অন্য সাংবাদিক সংগঠনের প্রতিনিধি এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ডিআরইউ’র সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা বলেন, ফ্যাসিস্ট সরকার পরিকল্পিতভাবে এ বিচার করেনি। বারবার এড়িয়ে গেছে। তারা র‌্যাবকে দিয়ে নাটক করেছে। ওই সংস্থা সাড়ে ১২ বছরে তদন্তে প্রতিবেদন দিতে পারেনি। এখন আমরা আশা করি পিবিআই ঠিক সময়ে তদন্ত প্রতিবেদন দেবে, এ সরকার সাংবাদিকদের এতবড় দুর্ঘটনা নিয়ে কোনো কালক্ষেপণ করবে না।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন বলেন, এতদিনের এত আন্দোলন ও সংগ্রামের পরও এ হত্যাকাণ্ডের তদন্তের কোনো অগ্রগতি হয়নি। কারণ ওই সময় সরকার জানতো তাদের নাম এ হত্যাকাণ্ডে জড়িয়ে যাবে। এবার বিচার না হলে জাতীয় প্রেস ক্লাব, ডিআরইউ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নসহ সব সাংবাদিক সংগঠন নিয়ে বৃহৎ সংগ্রাম কমিটি গঠন করা হবে।