সাভার ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং এন্ড বিজনেস রিভিউ মিটিং ও সফলতাকারীদের পুরস্কার প্রদান

- আপডেট সময় : ১১:৪০:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫ ১৭ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার ॥ ঢাকার সাভারে ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি এজেন্ট ব্যাংকিংয়ের মিট এন্ড বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত । এজেন্ট ব্যাংকিং সেবা সাধারন মানুষের কাছে পৌছে দেয়া ও সেবা মান বাড়ানো এবং এজেন্ট শাখা গুলো একাউন্ট ডিপোজিট ,লোন বাড়ানো ও কর্মদক্ষতা বৃদ্ধিসহ উন্নয়নের লক্ষ্যে ৩ মাস পর পর এ ধরনের রিভিউ মিটিং অনুষ্টিত হয়ে আসছে।
সাভারের একটি মিলনায়তনে মাষ্টার এজেন্ট জিম টেলিকম-২ এর মালিক বিশিষ্ট ব্যবসায়ী নাঈম ইসলাম মুক্তার উদ্দোগ্যে এজেন্ট মালিকদের উন্নয়নের লক্ষ্যে কোয়ালিটি একাউন্ট -বেশী ডিপোজিট-বেশী ইনকাম নামে ৩ মাস ব্যাপী ক্যাম্পেইন এর বিজয়ীদের প্রতিষ্ঠানসহ মালিকদের নাম ঘোষনা করেন। এতে ৩টি প্রতিষ্ঠানের মালিকদেরকে উৎসাহিত করার জন্য আকর্ষনীয় পুরস্কার প্রদান করা হয় । ২০২৪ সালের কৃতিত্ব হিসেবে পুরস্কার প্রাপ্তরা হলেন কলমা এলাকার নর্থ বেঙ্গল ইলেকট্রনিক এর মালিক মোঃ এছাক উদ্দিন, লোন প্রদানের ক্ষেত্রে প্রথম ব্যাংক কলোনীর হোপ বিজেনেস সেন্টারের(এইচবিসির) এর এজেন্ট শাখার ওনার সিনিয়র সাংবাদিক শেখ বাশার ও একাউন্ড করার ক্ষেত্রে সাভার বাজার বাসষ্ট্যান্ডে ফ্রেন্ডটেডার্স এর ওনার সৈয়দ হাসিবুর রহমান। বাকী সকল এজেন্ট শাখাকে সান্তনা পুরস্কারও দেন কর্তৃপক্ষ।
আলোচনা সভায় মাষ্টার এজেন্ট জিম টেলিকম-২ এর মালিক নাঈম ইসলাম মুক্তার সভাপতিত্বে বক্তব্য রাখেন,প্রধান অতিথি সিনিয়র রিজিওনাল ম্যানেজার বিশ্বজিৎ দেবনাথ, অতিথি সাভার এরিয়া অফিস ইনচার্জ এসসিএম কুদরত-ই-ইলাহী,এসসিএম আফাজ উদ্দিন, এরিয়া ম্যানেজার সাভার শফিকুল ইসলাম,সিনিয়র সেলস ম্যানেজার মোঃ আবু বক্কর সিদ্দীক, সিনিয়র সেলস ম্যানেজার মোঃ মুতাসিম বিল্লাহ, সিনিয়র সেলস ম্যানেজার রেজোয়ানা সুলতানা রাফি,এরিয়া ম্যানেজার মার্চেন্ট রকেট সোহরাব হোসেন, ট্রেনিং মার্কেটিং অফিসার মোঃ সুলতান মাহমুদ,সিও ট্রেলার আপেল মাহমুদ,কর্পোরেট অফিসার নূরে আলম,এআরও সুফিয়া আক্তার সুফি ও ব্যাংক কলোনীর এইচবিসির এজেন্ট শাখার সিইও সিনিয়র সাংবাদিক শেখ বাশার প্রমূখ।
মাষ্টার এজেন্ট জিম টেলিকম- এর ওনার নাঈম ইসলাম মুক্তার বলেন,এজেন্ট শাখার মালিকদের উৎসাহ দিতে এর চেয়ে বড় ধরনের পুরস্কার প্রদান অব্যাহত থাকবে।