সারাদেশে ধর্ষণের প্রতিবাদে দুপচাঁচিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৫:২৩:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ৩৬ বার পড়া হয়েছে
সুশান্ত মালাকার দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ
দেশের বিভিন্ন স্থানে শিশুসহ নারী ধর্ষণের ঘটনার বিচার দাবিতে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার সিও অফিস বাস স্ট্যান্ড এলাকায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে সোমবার (১০ মার্চ) সকলে বগুড়া – নওগাঁ আঞ্চলিক মহাসড়ক সিও অফিস বাসস্ট্যান্ডে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে শিক্ষার্থী খাতিজাতুল কবরা, সাহিরা খাতুন বৃষ্টি, সুমাইয়া আক্তার, নাইমুল ইসলাম নাঈম, মেহেদী হাসান, আদীল, ব্যবসায়ী তরিকুল ইসলাম তারেক,প্রমূখ। বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ আবু তাহের, ইসলামী আন্দোলন বাংলাদেশ দুপচাঁচিয়া উপজেলা শাখার সভাপতি শাহাজান আলী, শিক্ষক শামীম হোসেন, জাহাঙ্গীর আলম, এছাড়া বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও কয়েক শতাধিক ছাত্র-জনতাও কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা “তুমি কে, আমি কে — আছিয়া, আছিয়া”, “উই ওয়ান্ট জাস্টিস”, “ধর্ষকের ফাঁসি চাই”— এসব স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা। সমাবেশে বক্তব্য দেন ছাত্র প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বক্তারা দ্রুত ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করা না হলে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।