ঢাকা ০২:১৭ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তালোড়ায় দরিদ্রদের মাঝে বিনামূল্যে নলকূপ টিউবওয়েল বিতরণ বগুড়ার কাহালুতে মারপিটে তিনজন গুরুতর আহত ৭ দফা সুপারিশ, অনলাইন পোর্টাল নিয়ে গণমাধ্যম সংস্কার কমিশনের নওগাঁর পত্নীতলায় পৃথক অভিযান চালিয়ে ১১৯ কেজি গাঁজাসহ ছয় জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কালাইয়ে পুনটে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল প্রধান উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কিছু প্রস্তাব দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে মহিলা জামায়াতের দাবি, ইসরাইলকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণা করে জাতিসংঘের সদস্যপদ বাতিল করার ৫ লাখ ৩০ হাজার অভিবাসীর বৈধতা বাতিল করলেন ট্রাম্প নওগাঁয় কোটা বাতিলসহ ৬ দফা দাবিতে ক্লাস-পরিক্ষা বর্জন করে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা নওগাঁয় শিলামুনি ও বিগবাজার গার্মেন্টসকে প্রতারণার দায়ে ১ লক্ষ্য টাকা জরিমানা

হলিউড পরিচালক লিওয়েন লি’র ওয়েবে ঢাকার মেয়ে অপর্ণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১০:৫৮ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫ ১৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হলিউডের পরিচালক লিওয়েন লি’র হাত ধরে ‘ফ্লিটিং লাইট’-এ অভিষেক হতে যাচ্ছে ঢাকার ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অপর্ণা কির্ত্তনীয়া। সম্প্রতি ঢাকার বিভিন্ন স্থানে আমেরিকার জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান সিক্স ডি ফিল্ম স্টুডিও’র ব্যানারে বিশ্বের অন্যতম জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম “এমাজন প্রাইম ভিডিও” এর জন্য নির্মিত “ফ্লিটিং লাইট” নামক চলচ্চিত্রের শুটিং করছেন হলিউডের ডিরেক্টর লিওন লি।

চিনে জন্মগ্রহণকারী হলিউডভিত্তি নির্মাতা লি ট্রিপল লাভ, ব্যাটল ফল গ্লোরি, দ্য হারপার সিসটার্স, গ্রিন হ্যাট- এর মতো সিনেমা পরিচালনা করে আলোচনায় আসেন।

জানা গেছে, নির্মিতব্য এই ওয়েবে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অপর্ণা কির্ত্তনীয়া।

এক বাংলাদেশি মেয়ের সঙ্গে একজন চায়নিজ ব্যবসায়ীর প্রেম, বিয়ের এবং বিচ্ছেদের এক মনোমুগ্ধকর মিশ্রণ ওয়েবে দেখা যাবে বলে আলাপচারিতায় অপর্ণা জানিয়েছেন।

তিনি আরো জনান, হলিউডে কাজ করা সবার স্বপ্ন থাকে, ঠিক একইভাবে আমারও স্বপ্ন ছিলো আর এই স্বপ্নটি বাস্তবায়ন করেছে ডিরেক্টর লিওয়েন লি, যার কারণে তার কাছে আমি কৃতজ্ঞ। চলচ্চিত্রটিতে আবেগ, সঙ্গীত এবং গল্প বলার এক মনোমুগ্ধকর মিশ্রণ দেখা যাবে যার ফলে দর্শক সাদরে গ্রহণ করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। সবাই আমার জন্য আর্শীবাদ করবেন যেনো ভালো কাজের মাধ্যমে বিশ্বের দরবারে আমার দেশকে রিপ্রেজেন্ট করতে পারি।

চলচ্চিত্রটিতে চিফ এসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করছেন বাংলাদেশের ডিরেক্টর প্রফুল্ল ব্যানার্জী।

সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরেই “এমাজন প্রাইম”-এ চলচ্চিত্রটি দেখা যাবে। এই চলচ্চিত্রের আরো অভিনয় করেছেন অনিক খান, খালিদ মাহাবুব, আয়েশা সিদ্দিকা দিয়া প্রমুখ।

ডিরেক্টর লিওয়েন লি বাংলাদেশে কাজ করতে গিয়ে তার অভিজ্ঞতা বর্ননা করে বলেন, আমি বাংলাদেশের ঢাকায় এসেছিলাম, শহরের প্রাণবন্ত শক্তি এবং সমৃদ্ধ সংস্কৃতিতে নিজেকে ডুবিয়ে রাখার জন্য। একজন পরিচালক হিসেবে আমি অবিরাম গল্প বলতে চাই। সেটা ব্যস্ত রাস্তায় হোক, ঐতিহাসিক নিদর্শনগুলিতে হোক, অথবা এর মানুষের দৈনন্দিন জীবনী নিয়েই হোক না কেনো।

আমার লক্ষ্য হলো চলচ্চিত্রের মাধ্যমে বাংলাদেশের মর্মকে ধারণ করা, এর অনন্য আখ্যানকে বিশ্বব্যাপী দর্শকদের কাছে তুলে ধরা। বিশেষ করে আমি অপর্ণা কীর্ত্তনীয়ার মাঝে অবিশ্বাস্য প্রতিভার সন্ধান পেয়েছি, অপর্ণা তার অভিনয় দক্ষতা আমাকে মুগ্শ করেছে, আশা করছি ছবিটি মুক্তি পাওয়ার পর দর্শকও মুগ্ধ হবে।

আর টিভির জন্য ইমরান হাওলাদারের পরিচালনায় ‘বদলে যাওয়া দিন’ শুটিং চলছে। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অপর্ণা কীর্ত্তনীয়াকে। এছাড়া ‘জীবনের সাথে যুদ্ধ’, লোভী প্রেমিকা, নিষ্ঠুর সন্তান প্রভৃতি তার অভিনীত উল্লেখযোগ্য প্রচারিত নাটক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হলিউড পরিচালক লিওয়েন লি’র ওয়েবে ঢাকার মেয়ে অপর্ণা

আপডেট সময় : ০৪:১০:৫৮ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫

হলিউডের পরিচালক লিওয়েন লি’র হাত ধরে ‘ফ্লিটিং লাইট’-এ অভিষেক হতে যাচ্ছে ঢাকার ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অপর্ণা কির্ত্তনীয়া। সম্প্রতি ঢাকার বিভিন্ন স্থানে আমেরিকার জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান সিক্স ডি ফিল্ম স্টুডিও’র ব্যানারে বিশ্বের অন্যতম জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম “এমাজন প্রাইম ভিডিও” এর জন্য নির্মিত “ফ্লিটিং লাইট” নামক চলচ্চিত্রের শুটিং করছেন হলিউডের ডিরেক্টর লিওন লি।

চিনে জন্মগ্রহণকারী হলিউডভিত্তি নির্মাতা লি ট্রিপল লাভ, ব্যাটল ফল গ্লোরি, দ্য হারপার সিসটার্স, গ্রিন হ্যাট- এর মতো সিনেমা পরিচালনা করে আলোচনায় আসেন।

জানা গেছে, নির্মিতব্য এই ওয়েবে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অপর্ণা কির্ত্তনীয়া।

এক বাংলাদেশি মেয়ের সঙ্গে একজন চায়নিজ ব্যবসায়ীর প্রেম, বিয়ের এবং বিচ্ছেদের এক মনোমুগ্ধকর মিশ্রণ ওয়েবে দেখা যাবে বলে আলাপচারিতায় অপর্ণা জানিয়েছেন।

তিনি আরো জনান, হলিউডে কাজ করা সবার স্বপ্ন থাকে, ঠিক একইভাবে আমারও স্বপ্ন ছিলো আর এই স্বপ্নটি বাস্তবায়ন করেছে ডিরেক্টর লিওয়েন লি, যার কারণে তার কাছে আমি কৃতজ্ঞ। চলচ্চিত্রটিতে আবেগ, সঙ্গীত এবং গল্প বলার এক মনোমুগ্ধকর মিশ্রণ দেখা যাবে যার ফলে দর্শক সাদরে গ্রহণ করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। সবাই আমার জন্য আর্শীবাদ করবেন যেনো ভালো কাজের মাধ্যমে বিশ্বের দরবারে আমার দেশকে রিপ্রেজেন্ট করতে পারি।

চলচ্চিত্রটিতে চিফ এসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করছেন বাংলাদেশের ডিরেক্টর প্রফুল্ল ব্যানার্জী।

সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরেই “এমাজন প্রাইম”-এ চলচ্চিত্রটি দেখা যাবে। এই চলচ্চিত্রের আরো অভিনয় করেছেন অনিক খান, খালিদ মাহাবুব, আয়েশা সিদ্দিকা দিয়া প্রমুখ।

ডিরেক্টর লিওয়েন লি বাংলাদেশে কাজ করতে গিয়ে তার অভিজ্ঞতা বর্ননা করে বলেন, আমি বাংলাদেশের ঢাকায় এসেছিলাম, শহরের প্রাণবন্ত শক্তি এবং সমৃদ্ধ সংস্কৃতিতে নিজেকে ডুবিয়ে রাখার জন্য। একজন পরিচালক হিসেবে আমি অবিরাম গল্প বলতে চাই। সেটা ব্যস্ত রাস্তায় হোক, ঐতিহাসিক নিদর্শনগুলিতে হোক, অথবা এর মানুষের দৈনন্দিন জীবনী নিয়েই হোক না কেনো।

আমার লক্ষ্য হলো চলচ্চিত্রের মাধ্যমে বাংলাদেশের মর্মকে ধারণ করা, এর অনন্য আখ্যানকে বিশ্বব্যাপী দর্শকদের কাছে তুলে ধরা। বিশেষ করে আমি অপর্ণা কীর্ত্তনীয়ার মাঝে অবিশ্বাস্য প্রতিভার সন্ধান পেয়েছি, অপর্ণা তার অভিনয় দক্ষতা আমাকে মুগ্শ করেছে, আশা করছি ছবিটি মুক্তি পাওয়ার পর দর্শকও মুগ্ধ হবে।

আর টিভির জন্য ইমরান হাওলাদারের পরিচালনায় ‘বদলে যাওয়া দিন’ শুটিং চলছে। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অপর্ণা কীর্ত্তনীয়াকে। এছাড়া ‘জীবনের সাথে যুদ্ধ’, লোভী প্রেমিকা, নিষ্ঠুর সন্তান প্রভৃতি তার অভিনীত উল্লেখযোগ্য প্রচারিত নাটক।