হায়রে রাজনীতি— কালাইয়ের ছাত্রলীগের আহ্বায়ক তৌফিকুলকে তার শ্বশুরবাড়ি বিয়ালা গ্রামের লোকজন আদর না করে পুলিশে ধরিয়ে দিলো

- আপডেট সময় : ০৪:৩৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫ ২৫১ বার পড়া হয়েছে
মোঃ সামিউল হক সায়িম, স্টাফ রিপোর্টার:
জয়পুরহাট জেলাধীন কালাই উপজেলার নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগের আহ্বায়ক কালাই পৌরসভার সাবেক দুই নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌফিকুল ইসলাম তৌহিদকে (৩৮) তার শ্বশুরবাড়ি থেকে জনতার হাতে আটক করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও কালাই থানা পুলিশ সূত্রে জানা গেছে, নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগের আহ্বায়ক পৌরসভার পূর্ব পাড়ার মোহাম্মদ মোতালেবের ছেলে সাবেক দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৌফিকুল ইসলাম তৌহিদ গত ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। সোমবার দিবাগত রাত দশটার দিকে কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের বিয়ালা গ্রামের তার শ্বশুরবাড়িতে উপস্থিতি টের পায় গ্রামবাসী। পরে গ্রামবাসী তার শ্বশুরবাড়ি ঘেরাও করে আটক করে পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে তাকে অসুস্থ অবস্থায় দেখতে পায় পুলিশ। পরে স্থানীয়রা তৌফিকুল ইসলাম তৌহিদকে জয়পুরহাট সদর আধুনিক হাসপাতালে ভর্তি করান।
কালাই থানার ওসি জাহিদ হোসেন জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাকে আটকের সংবাদ পেলে তারা দ্রুত সেখানে উপস্থিত হোন। সেখানে তৌফিকুল মারধরের শিকার হোন। পরে স্থানীয়রাই তাকে সদর হাসপাতালে ভর্তি করানোর জন্য জয়পুরহাটে নিয়ে যান। সেখানে তার বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় ও ডিবির কাছে মামলা রয়েছে বলে জানা গেছে এবং সেখানে তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
জয়পুরহাট সদর থানার ওসি নুর আলম জানান, তৌফিকুল ইসলাম তৌহিদের নামে সদর থানায় ও ডিবির কাছে পৃথক মামলা রয়েছ। জেলা গোয়েন্দা সংস্থা ডিবি ওসি মো. আসাদুজ্জামান জানান, তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হত্যা ও বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।