ঢাকা ০২:১৮ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তালোড়ায় দরিদ্রদের মাঝে বিনামূল্যে নলকূপ টিউবওয়েল বিতরণ বগুড়ার কাহালুতে মারপিটে তিনজন গুরুতর আহত ৭ দফা সুপারিশ, অনলাইন পোর্টাল নিয়ে গণমাধ্যম সংস্কার কমিশনের নওগাঁর পত্নীতলায় পৃথক অভিযান চালিয়ে ১১৯ কেজি গাঁজাসহ ছয় জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কালাইয়ে পুনটে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল প্রধান উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কিছু প্রস্তাব দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে মহিলা জামায়াতের দাবি, ইসরাইলকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণা করে জাতিসংঘের সদস্যপদ বাতিল করার ৫ লাখ ৩০ হাজার অভিবাসীর বৈধতা বাতিল করলেন ট্রাম্প নওগাঁয় কোটা বাতিলসহ ৬ দফা দাবিতে ক্লাস-পরিক্ষা বর্জন করে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা নওগাঁয় শিলামুনি ও বিগবাজার গার্মেন্টসকে প্রতারণার দায়ে ১ লক্ষ্য টাকা জরিমানা
হিলিতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি চার কারখানাকে জরিমানা

দিনাজপুর হিলি প্রতিনিধি
মোঃওয়াজ কুরনী

দিনাজপুরের হাকিমপুর হিলিতে একই লাইসেন্সে দুটি কারখানা, নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশ ও কৃত্রিম রং মিশিয়ে সেমাই তৈরির দায়ে চার সেমাই কারখানাকে প্রায় ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১২ মার্চ) দুপুরে উপজেলার স্টেশন ডাঙ্গাপাড়া এলাকায় ৫টি সেমাই কারখানায় অভিযান চালিয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায় এবং জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ এর সহকারী পরিচালক মোঃ বোরহান উদ্দিন এই জরিমানা করেন।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ এর সহকারী পরিচালক মোঃ বোরহান উদ্দিন বলেন, জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম মহোদয়ের দিকনির্দেশনা মোতাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় মহোদয়কে সাথে নিয়ে হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়া বাজার এলাকায় ৫টি সেমাই কারখানায় অভিযান পরিচালনা করি। এসময় নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ ও কৃত্রিম রং মিশিয়ে সেমাই তৈরির অপরাধে ২টি কারখানায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায় বলেন,আসন্ন ঈদুল ফিতরকে ঘিরে হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়া বাজার এলাকায় একই লাইসেন্সে দুটি কারখানা পরিচালনা করা, নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশ ও কৃত্রিম রং মিশিয়ে সেমাই তৈরি করা হচ্ছে এমন খবর পাই। এর ভিত্তিতে বুধবার সেখানে অবস্থিত ৫টি কারখানায় অভিযান চালানো হয়।
এসময় চারটি কারখানা একই লাইসেন্সে দুটি কারখানায় পরিচালনা করা, নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ ও কৃত্রিম রং মিশিয়ে সেমাই তৈরি করার অপরাধে চারটি কারখানায় প্রায় ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি সেমাই গুলো নষ্ট করে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, কারখানা মালিকদের একটি লাইসেন্সের ওল্ডিং নাম্বার নির্দিষ্ট জায়গায় টানতে হবে যাতে প্রশাসন সহজে বুঝতে পারে।সেই সাথে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ ও কৃত্রিম রং মিশানোর বেশ কিছু সতর্কতা মলক নির্দেশনা প্রদান করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এ সময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন হাকিমপুর থানা পুলিশের একটি চৌকস দল।