সরকার ৬১ জন নারী মুক্তিযোদ্ধার নামের তালিকা প্রকাশ করেছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সোমবার। মঙ্গলবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দেশের ৬১ জন নারী বীর মুক্তিযোদ্ধার মধ্যে কিশোরগঞ্জে একজন, মৌলভীবাজারে একজন, নাটেরে ১২ জন, পিরোজপুরে একজন, ময়মনসিংহে একজন, ব্রাহ্মণবাড়িয়ায় একজন, বগুড়ায় একজন, ঠাকুরগাঁওয়ে দুইজন, পটুয়াখালীতে ১৫ জন, সাতক্ষীরায় একজন, খাগড়াছড়িতে একজন, মাদারীপুরে একজন, বরগুনায় দুইজন, ফরিদপুরে একজন, বরিশালে একজন, কুষ্টিয়ায় দুইজন, সিলেটে ১৩ জন, গোপালগঞ্জে দুইজন ও খুলনায় একজন নারী মুক্তিযোদ্ধা রয়েছেন।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব রবীন্দ্রনাথ দত্ত স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন (জামুকা) এর ৭ (ক) অনুযায়ী প্রকৃত বীর মুক্তিযোদ্ধার তালিকা, সরকার এতদ্বারা রুলস অব বিজনেস ১৯৯৬-এর সিডিউল-১ (এলোকেশন অব বিজনেস)-এর তালিকা ৪১-এর ৫নং ক্রমিকে দেওয়া ক্ষমতাবলে জামুকার ৭০তম সভার সিদ্ধান্ত মোতাবেক নারী মুক্তিযোদ্ধা (বীরাঙ্গনা) গেজেট প্রকাশ করা হয়েছে।