শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
দুপচাঁচিয়া থানা পুলিশের অভিযানে তিন মাদকসেবী গ্রেফতার বাংলার সাংস্কৃতিক চেতনার ধারক প্রবোধচন্দ্র সেনের শুভ জন্মদিন আজ নওগাঁ জেলা শাখার উদ্যোগে ড্যাব আয়োজিত শ্রমজীবী মানুষের মাঝে খাবার স্যালাইন ও পানি বিতরণ মধুপুরের বিভিন্ন স্থানে ইসতিসকার নামাজ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত এত্তো কাঁদালি দোস্ত : ভালো থাকিস ওপারে দুপচাঁচিায়ায় ৩ মাদক সেবীসহ গ্রেফতার ৬ জন লালমনিরহাটের কালীগঞ্জে হিট স্ট্রোকে এক পেপার বিক্রেতার মৃত্যু মনোহরদীতে দোকান মালিকের কাছে ভাড়াটে পক্ষের ৫ লক্ষ টাকা চাঁদা দাবীর অভিযোগ আহম্মেদাবাদ ইউনিয়নের সদস্য মোঃ মতিয়র ০৬ ওয়ার্ড কে মডেল হিসাবে গড়তে চায় কালাইয়ের ঝামুটপুর বানিহারা হাতিয়র এলাকাবাসীর সালাতুল ইস্তিসকার অনুষ্ঠিত  চট্টগ্রাম নগরীর সিএমপির ইপিজেড থানা পুলিশের অভিযানে (১০) জন, জুয়াড়ি গ্রেফতার সাংবাদিকদের স্বাস্থ্য সেবা বিষয়ক প্রতিষ্ঠান প্রেস হেলথ কেয়ার লিমিটেড স্মার্ট বাংলাদেশ নেটওয়ার্ক এর গর্বিত অংশীদার হিসেবে যুক্ত হয়েছে মোরেলগঞ্জের নিশানবাড়িয়ায় ইউপি সদস্যর জমি গভীর রাতে দখল স্কুলের ধর্মীয় শিক্ষকের বিরুদ্ধে শিশু ধর্ষণের চেষ্টা মামলা নওগাঁয় প্রকাশ্য দিবালোকে সরকারি খাস জমির গাছ কেটে আড়াই লক্ষ টাকা লুটপাট দেখার কেউ নেই নওগাঁর নোচনাহার বাজারে স্টেশনারি ও কাপড়ের ৩ টি দোকান আগুনে পুড়ে ভূষ্মিভত নওগাঁর নিয়ামতপুর উপজেলার হরিপুর গ্রামে একই পরিবারের ৪ ভাই বোন শারীরিক প্রতিবন্ধী মধুপুরে ইসতিসকার সালাত ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে নওগাঁর ধামইরহাটে ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত

বাংলাদেশি তরুণের তৈরি করোনা অ্যাপসের বিশ্ব জয়

নাহিদ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০
  • ৭০৪ বার পঠিত

Cinn:মহামারি করোনা একের পর এক প্রাণ কেড়ে নিচ্ছে। সারা বিশ্বের মানুষ করোনা বিষয়ক তথ্য পেতে নানা মাধ্যমে চেষ্টা করছে। টেলিভিশন, পত্রিকা, অনলাইন এমনকি স্যোশালমিডিয়ায় চোখ রাখছে অগণিত মানুষ। বিশ্বব্যাপী এই মহামারির খবর এক ক্লিকেই পেতে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত ছাত্র নাভিদ মামুন তৈরি করেছে একটি অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে প্রতি দুই মিনিট পর পুরো পৃথিবীর করোনা পরিস্থিতির আপডেট তথ্য পাওয়া যাবে।

বর্তমানে অ্যাপটি ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে ব্যবহার হচ্ছে। সংবাদ সংগ্রহে ইলেকট্রনিক মিডিয়া এই অ্যাপ কাজে লাগাচ্ছে। বাংলাদেশি ছাত্রের এমন আবিষ্কারে বিশ্বের বিভিন্ন গণমাধ্যম তার সাক্ষাৎকার প্রচার করছে।

বর্তমানে অ্যাপটি ফেসবুক-টুইটারে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। অ্যাপের ব্যবহার খুবই সহজ। স্পর্শ করলেই সঙ্গে সঙ্গে আপডেট চলে আসে। তবে এর তথ্য সংগ্রহে ওয়ার্ল্ডমিটারের সহযোগিতা নেওয়া হয়েছে বলে জানানো হয়।

নাভিদ মামুনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে। তার দাদা প্রয়াত ভাষা সৈনিক আবদুস সামাদ। নাভিদের বাবা ওবায়দুল্লাহ মামুন লেখক ও আলোকচিত্রী। তারা নিউ ইয়র্কে থাকেন। নাভিদ কার্নেগি মেলন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। নতুন এই অ্যাপটি তৈরিতে তাকে সহযোগিতা করেন একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্পেন বংশোদ্ভূত গ্যাব্রিয়েল রাসকিন।

নাভিদের মা নাজনীন বলেন, ‘মানুষকে সচেতন করার জন্যই নাভিদ এই কাজ করেছে। বিশ্ববিদ্যালয়ের প্রজেক্টের অংশ হিসেবেই কাজটি করা। অ্যাপটি এখন সারা বিশ্বে সাড়া জাগিয়েছে। বিশ্বের বিভিন্ন গণমাধ্যম তার সাক্ষাৎকার প্রচার করছে।’

এদিকে বাংলাদেশেও করোনা নিয়ে একটি অ্যাপ তৈরি করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের শিক্ষার্থী আহমেদ কাওছার। ‘টুমোরোস ওয়ার্ল্ড (কোভিড-১৯)’ নামে নতুন এই ওয়েব সফটওয়্যার করোনাভাইরাস থেকে নিজেদেরকে আগাম সতর্ক করবে।

এ বিষয়ে আহমেদ কাওছার  বলেন, আমাদের কাজটি হচ্ছে করোনা ভাইরাস নিয়ে। এখন করোনা ভাইরাস এত দ্রুত হারে বাড়ছে যে, এর ভবিষ্যত কি হবে কেউ বুঝতেছে না। তাই কয়েকদিন ধরে আমরা ভাবছিলাম সেটির সঠিক রেটটা কিভাবে বের করব। শুরু হলো আমাদের গবেষণা। একে একে অর্ডিনারি মেশিং লার্নিং, ডিপ লার্নিং, স্ট্যাটিস্টিক্যাল এলগোরিদম ব্যর্থ হওয়ার পর একটি নিউ এলগোরিদমের কথা চিন্তা করলাম। যেই চিন্তা সেই কাজ। প্রোপোজড করে ফেললাম একটি নতুন নন-প্যারামেট্রিক স্ট্যাটিস্টিক্যাল এন্ড অনলাইন মেশিং লার্নিং এলগোরিদম। যার নাম দিলাম “লার্নিং ফর টুমোরো”। এই এলগোরিদম নিয়ে সামনে আরও কাজ করা হবে ইনশাল্লাহ।

আহমেদ কাওছার আরও বলেন, আমাদের এলগোরিদমটি মূলত যে কাজটি করবে তা হচ্ছে- আগামী ৭-১০ দিন পর করোনা আক্রান্ত রোগীর সংখ্যা কতো হতে পারে, কয়জন মানুষ মারা যেতে পারে, আর কয়জন সুস্থ হতে পারে- এগুলোর ধারনা দিবে। যাতে আমরা সবাই ৭-১০ দিন আগে থেকে সচেতন হতে পারি, আর ভবিষ্যতের জন্য করণীয়গুলো ঠিক করে নিতে পারি। তখন আমরা করনোর বিরুদ্ধে লড়ায় করতেও সক্ষম হবো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By cinn24.com
themesbazar24752150