বুধবার, ০৮ মে ২০২৪, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কিংবদন্তী কন্ঠশিল্পী সুবীর নন্দীর প্রয়াণ দিবস গাইবান্ধার পলাশবাড়ীতে মাংস ব্যবসায়ীদের ‘পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ বিষয়ক সভা অনুষ্ঠিত  নওগাঁর মান্দায় বেসরকারি সিসিডিবির গ্রাজুয়েট ফোরামের দায়িত্ব হস্তান্তর নওগাঁর মান্দায় দীর্ঘ দেড় মাস পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি সপ্তম শ্রেণী স্কুল ছাত্রী নওগাঁ গভীর নলকূপের সেচভাড়ার টাকা চাওয়ায় ড্রেনম্যানকে পিটিয়ে জখম দুপচাঁচিয়ায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হলেন অধ্যক্ষ রঞ্জন পাল দেওয়ানগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জনাব আলহাজ্ব মোঃ আবুল কালাম আজাদ এর ব্যাপক গণসংযোগ ও পথসভা সুরস্রস্টা রামতনু পান্ডে- তানসেন এর প্রয়াণ দিবস কালাই উপজেলা নির্বাচন: ত্রিমুখী লড়ায়ে কে হচ্ছেন চেয়ারম্যান? নওগাঁর চৌমাশিয়া বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় বাধন নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু কালাই উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (কলেজ) নির্বাচিত হয়েছেন আব্দুল মান্নান মানুষের মনকে পুলকিত করছে প্রকৃতির অপার সৌন্দর্য কৃষ্ণচূড়া ফুল মধুপুরে চুরি করতে গিয়ে গৃহবধূকে হত্যার চেষ্টা- চোর গ্রেফতার দুপচাঁচিয়ায় বার্মিচ চাকু সহ এক যুবক ও মাদক বিক্রেতা সহ গ্রেপ্তার ৯ জন শপথ নিলেন লালমনিরহাট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শ্যামল গাইবান্ধার সাঘাটায় হারভেস্টার মেশিনে ধানের গাছ কর্তন আনন্দে কৃষক  মাগুরা মহম্মদপুরে স্ত্রীর নির্যাতনে স্বামীর মৃত্যুর অভিযোগ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ও তার স্ত্রীকে নিয়ে ওমরাহ পালন নওগাঁর পোরশায় বিভিন্ন এতিমখানায় ৩৬ লক্ষ চব্বিশ হাজার টাকা চেক বিতরণ দুপচাঁচিয়ায় জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা

শেরপুরে মামলার স্বাক্ষীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটতরাজের অভিযোগ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১ মে, ২০২৩
  • ৫০ বার পঠিত

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি :

শেরপুরে ধর্ষন চেষ্টা মামলায় স্বাক্ষী হওয়ার অপরাধে এক ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাঙচুরসহ নগদ ২৩ লক্ষ টাকা ও প্রায় ১৬ লক্ষ টাকার স্বর্ণের গয়না লুট করার অভিযোগ উঠেছে। শেরপুর সদর উপজেলার চরপক্ষিমারী ইউনিয়নের সাতপাকিয়া গ্রামে গত ২৩ এপ্রিল রবিবার সন্ধ্যায় ওই ঘটনা ঘটে।
এসময় সন্ত্রাসীরা বাড়ির চারপাশে লাগানো সিসি ক্যামেরা ভাঙচুর করে। পরে দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে বাড়িতে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর ও লুট করে। এ ঘটনায় ভূক্তভোগী ব্যবসায়ী মো. আল-আমিন আহমেদ বাদী হয়ে শেরপুর সদর থানায় মামলা দায়ের করেছেন। বর্তমানে পরিবারটি আতঙ্কে দিন পার করছে।

মামলা সূত্রে জানা যায়, প্রতিবেশী এক নারী বাদী হয়ে শেরপুর বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মো. রিপন মিয়াকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন (সং-২০০৩) এর ৯(৪) (খ) ধারায় একটি নালিশী মামলা দায়ের করেন এবং অপর প্রতিবেশী মো. বাবুল মিয়া বাদী হয়ে মো. মুন্তাজ আলী গংদের বিরুদ্ধে ১৪৩/৩৪১/৩২৩/৩০৭/৩৭৯/১১৪/০৬(২)/৩৪ ধারায় শেরপুর সদর থানায় আর একটি মামলা দায়ের করেন।

এই দুইটি মামলাতে ভূক্তভোগী পরিবারের দুই ভাইকে দুই মামলার স্বাক্ষী করা হয়। এর পর থেকেই তাদের সাথে শুরু হয় আক্রোশ।

এ ঘটনার জের ধরে মো. মুন্তাজ আলী, জুয়েল মিয়া, রিপন, নিকলন, সাইফুল ও হানিফ গংদের নেতৃত্বে ওই ঘটনা ঘটে।

এ ঘটনায় ভূক্তভোগী মো. আল-আমিন বলেন, মুন্তাজ আলীর হুকুমে তারা আমাদের বাড়িতে হামলা ও লুটপাট করেছে। একজন অসহায় মেয়েকে ধর্ষনের মতো ঘটনা ঘটানোর চেষ্টা মামলায় স্বাক্ষী হয়ে আমি ন্যায় বিচার প্রতিষ্ঠার চেষ্টা করে আজ আমি ক্ষতিগ্রস্ত হলাম। তারা আমাদের বিভিন্ন সময় হুমকি দেয়। এই ভয়ে বাসায় সিসি ক্যামারা লাগাইছি। তাতেও কাজ হলোনা। তারা ৫টি সিসি ক্যামারা ভাংচুর করেছে। আমি উপায় না দেখে ৯৯৯ ফোন দিলে পুলিশ ঘটাস্থলে আসলে পরিবেশ শান্ত হয়। আমি এর দৃষ্টান্ত মূলক স্বাস্তি চাই।

ভুক্তভোগীর বাবা হাজী মুসলেম উদ্দিন বলেন, তারা গত ৫ এপ্রিল দুপুরেও হামলার চেষ্টা করেছিলো। কিন্তু সিসি ক্যামারা থাকায় তারা বাড়িতে এসেও চলে যায়। তাদের সেই দিনের হুমকির ভিডিও ফুটেজ ফেইসবুকে ভাইরাল হলে তারা আরও ক্ষিপ্ত হয়ে অস্ত্রে সজ্জিত হইয়া হামলা, ভাংচুর ও ব্যাপক লুটতরাজ করে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এর বিচার চাই।

হামলা ও লুটতরাজে ব্যাপারে প্রধান অভিযুক্ত মো. মুন্তাজ আলী বলেন, মোসলিম হাজির সাথে আমাদের জমি নিয়ে দ্বন্দ আছে। আমরা কোন লুটপাট করিনি যেহেতু মামলা হয়েছে আইনগত ভাবে আমরা মোকাবেলা করবো।

এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, আমরা এই ব্যাপারে মামলা গ্রহণ করেছি।

আমরা বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষন করছি। তদন্ত স্বাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By cinn24.com
themesbazar24752150