বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁ জেলার বিভিন্ন উপজেলায় আজ ভোটগ্রহণ শুরু, কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মদিন সিএমপি ইপিজেড থানার অভিযানে সিআর সাজা পরোয়ানাভুক্ত আসামী মঞ্জুর আলম,গ্রেফতার পল্লবীতে ছাত্রলীগ নেতার উপর হামলাকারীরা আজও পলাতক কালাইয়ে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে মিলনের বিজয়- টাঙ্গাইলের মধুপুরে ভোট দেয়া হলো না মাসুদের নওগাঁ জেলা প্রথম ধাপে আগামীকাল ৮ এই মে তিনটি উপজেলা পরিষদ নির্বাচন হবে নওগাঁ অভিযান চালিয়ে ৭৫ লিটার চোলাই মদসহ আজিজার রহমান নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার নওগাঁর নিয়ামতপুর গাছের গুড়ি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় একজন মোটরসাইকেল আরোহী মৃত্যু কিংবদন্তী কন্ঠশিল্পী সুবীর নন্দীর প্রয়াণ দিবস গাইবান্ধার পলাশবাড়ীতে মাংস ব্যবসায়ীদের ‘পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ বিষয়ক সভা অনুষ্ঠিত  নওগাঁর মান্দায় বেসরকারি সিসিডিবির গ্রাজুয়েট ফোরামের দায়িত্ব হস্তান্তর নওগাঁর মান্দায় দীর্ঘ দেড় মাস পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি সপ্তম শ্রেণী স্কুল ছাত্রী নওগাঁ গভীর নলকূপের সেচভাড়ার টাকা চাওয়ায় ড্রেনম্যানকে পিটিয়ে জখম দুপচাঁচিয়ায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হলেন অধ্যক্ষ রঞ্জন পাল দেওয়ানগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জনাব আলহাজ্ব মোঃ আবুল কালাম আজাদ এর ব্যাপক গণসংযোগ ও পথসভা সুরস্রস্টা রামতনু পান্ডে- তানসেন এর প্রয়াণ দিবস কালাই উপজেলা নির্বাচন: ত্রিমুখী লড়ায়ে কে হচ্ছেন চেয়ারম্যান? নওগাঁর চৌমাশিয়া বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় বাধন নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু কালাই উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (কলেজ) নির্বাচিত হয়েছেন আব্দুল মান্নান

নওগাঁর পতিসরে রবীন্দ্র উৎসবের নামে মাসব্যাপী গত বছরের ন্যায় খোলা মেলা অশ্লীল যাত্রাপালার প্রস্তুতি!!!

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ৪৬ বার পঠিত

“””””””””””””””””””””””””””””””””””””””
উজ্জ্বল কুমার সরকার
নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর পতিসরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মোৎসবে যাত্রাপালার নামে অশ্লীলতার প্রস্তুতি চলছে। যাত্রার পান্ডেল তৈরী কাজ শেষ। এখন মাইকিং চলছে। আর এ বিষয়ে স্থানীয় সচেতন মহলে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে।
জানা যায়, গত ৮ মে নওগাঁ জেলা প্রশাসন ও সাংস্কৃতি মন্ত্রনালয়ের জাতীয় আয়োজন হিসেবে তিনদিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীর মেলার মধ্য দিয়ে রবীন্দ্র জন্মোৎসব শেষ হয়। কিন্তু স্থানীয় কিছু ব্যাক্তি নিজেদের রবীন্দ্র ভক্ত দাবী করে আবারও রবীন্দ্র জন্মোৎবের নামে জেলা প্রশাসক বরাবর মাসব্যাপী মেলার আবেদন করেন। যেখানে গ্রামী যাত্রাপালা চালানোর জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃক নিবন্ধিত যাত্রা দল ” পদ্মা অপেরা” কানাই খালী, নাটোর যাত্রাপালা পরিবেশন করার কথা থাকলেও গত বছরের ন্যায় এই বছরেও যাত্রার নামে মেয়েদেরকে দিয়ে অশ্লীল নিত্য ও যাত্রা পরিবেশ করবে বলে প্রস্তুতি চলছে। তাই অশ্লীল যাত্রা পালা বন্ধ না হলে এলাকার কোমলমতি শিক্ষার্থীদের উপর অশ্লীলতার প্রভাব পরবে বলে মনে করছেন এলাকার সচেতন মহল।
এই বিষয়ে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নওগাঁ জেলার প্রচার সম্পাদক মেহেদী হাসান অন্তর বলেন, রবীন্দ্র জন্মোৎসব শেষ হয়েছে তবুও স্থানীয় কিছু কথিত কিছু রবীন্দ্র ভক্ত জন্মোৎসবের নামে মাসব্যাপী মেলার আয়োজন করেছে যেখানে থাকবে অশ্লীল যাত্রাপালা। যেখানে তারা নিজস্ব সংস্কৃতির কথা বলে মেলার অনুমতি নিয়েছে প্রাশসনের কাছে থেকে সেখানে স্থানীয় পর্যায়ে যাত্রাপালা দল থাকার কথা এবং নিজস্ব সংস্কৃতির কথা তুলে ধরবে গণ মানুষের মাঝে। তা না করে তারা নাটোর থেকে যাত্রাপালার দল ভাড়া করে নিয়ে এসে গত বছরের ন্যায় এ বছর অশ্লীল ন্যাচ-গান পরিবেশনের প্রস্তুতি নিচ্ছে যা বর্তমান সমাজের জন্য হুমকি। রাতের বেলা ওইসব প্যান্ডেলে যাত্রাপালার নামে চলে অশ্লীল নৃত্য। রাত যত বাড়ে অশ্লীলতা তত বাড়ে। ওই সব যাত্রাপালার নামে অপসংস্কৃতি পরিবেশন করলে যুবসমাজের মধ্যে ভয়াবহতা দেখা দিবে। বেড়ে যাবে ইভটিজিং ও শ্রীলতাহানি মত ঘটনা।
স্থানীয় পতিসর গ্রামের আনোয়ার হোসেনসহ কয়েকজন ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রায় ১ মাস হয়ে গেল সরকারি ভাবে তিন দিনব্যাপী রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মোৎসব পালিত হয়েছে। তারপরও জেলা প্রশাসন কেন এই মেলার অনুমতি দিল জবাব চাই? অবৈধ টাকার বিনিময় ছাড়া এমন অনুমতি পাওয়া সম্ভব নয়। এলাকার ৯০ ভাগ মানুষ এই মেলার বিপক্ষে। যেখানে যাত্রার পান্ডেল করা হয়েছে তার ৩ শ গজ দূরেই হাফেজিয়া মাদ্রাসা আছে। সেখানে ২৪ ঘন্টা কোরআর তেলাওয়াত হয়। এই মেলা কমিটি গত বছর যাত্রাপালার প্যান্ডেলের ভিতর অশ্লীল নাচ গানের পাশাপাশি রাত ১২টার পর জুয়ার আসরও বসিয়েছিল। জুয়া খেলতে ছুটে আসতো বিভিন্ন জেলা উপজেলা সহ এলাকার মানুষ এবারো একই অবস্থা হবে যদি যাত্রা পালা চালানো হয়। আমরা এই আশ্লীল যাত্রাপালা বন্ধের দাবী জানাচ্ছি।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক যুবক জানান, সমাজের যুবকদের কথা ক’জনে ভাবে। আমি ২০-২৫ জন শিক্ষার্থীকে প্রাইভেট পড়াই। মেলার কারণে টিউশনি বন্ধ হওয়ার উপক্রম। গান বাজনার কারণে সন্ধ্যার পর টিউশনি করাইতে পারিনি গত বছর এ বছর যদি এমন মেলা ও যাত্রাপালা হয় স্থানীয় শিক্ষার্থীদের মাঝে লেখাপড়ার করার প্রবণতা কমে যাবে ।
আত্রাই থানার অফিসার ইনচার্জ( ওসি) মো:তারেকুর রহমান সরকার বলেন, ওখানে শুধু যাত্রাপালা হবে। জেলা প্রশাসন যেভাবে নির্দেশ দিয়েছে সেই দির্দেশনা কড়াকড়ি ভাবে পালনের জন্য উপজেলা প্রশাসন ও আমরা কাজ করছি। নির্দেশনা বাহিরে কোন কিছু হবেনা। অশ্লীল নৃত্য বা জুয়া কোনটায় হতে দেওয়া হবেনা।
জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ জানান, মেলার জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের অনুরোধের প্রেক্ষিতে কয়েকদিন সময় দেয়া হয়েছে। তবে সেখানে যদি জুয়ার আসর,অশ্লীল নৃত্য চলে, সেটি বন্ধ করে দেয়া হবে।আমি উপজেলা নির্বাহী অফিসারের কথা বলে ব্যবস্থা করছি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By cinn24.com
themesbazar24752150