মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁ আন্তঃজেলা সংঘবদ্ধ ডাকাতি চক্রের অন্যতম সদস্য তারেক হাসান আটক আসছে নাহিদুল হক পরিচালিত মিউজিক ভিডিও “প্রেম করিবো সুজন চিনে” রংপুর রেঞ্জে শ্রেষ্ঠ পুলিশ সুপারের সম্মাননা স্মারক পেলেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার  গরুবাহী ট্রাকের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত নওগাঁর পত্নীতলায় পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে ৭ জনকে আটক নওগাঁ ছোট যমুনার বুকে ধান চাষ ও জীবিকানির্বাহ করছে শতাধিক কৃষক নওগাঁ চাঁদাবাজি করতে এসে রাজশাহীর রেজা ও রফিক নামে ২ জন হলুদ সাংবাদিক আটক নওগাঁ মনসা নামে এক মানসিক ভারসাম্যহীন আদিবাসীর মৃতদেহ উদ্ধার উপজেলা পরিষদ নির্বাচন: সুবর্ণচরে ৯ কেন্দ্রের ভোট পুনরায় গণনার দাবি নওগাঁর পোরশায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রচারণায় নির্বাচনী মাঠ গরম দুপচাঁচিয়ায় বিশ্ব মা দিবস পালিত Ssc (পরীক্ষার ফলাফল)2024 কালাইয়ের ওমর কিন্ডারগার্টেন স্কুল এন্ড ওমর গার্টেন একাডেমির এসএসসি-২০২৪ এ হয়েছে ভালো ফলাফল পার রামরাম পুরে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ আবুল কালাম আজাদ এর মতবিনিময় নওগাঁর মান্দায় দীর্ঘ ১২ বছর পেরিয়ে গেলেও সংস্কার করা হয়নি ভাঙা বেড়িবাঁধটি দেখার কেউ নেই সাংবাদিক খলিলুর রহমানের মৃত্যুতে কালাই উপজেলা প্রেসক্লাবের শোক সভা  গাইবান্ধার সাদুল্লাপুরে পিকিং জাতের হাঁস পালনে তাক লাগিয়েছে সোহাগ মিয়া কালাইয়ে বিশ্ব ‘মা’ দিবস ২০২৪ পালিত মধুপুরে আন্তর্জাতিক নার্স দিবস পালিত মধুপুরে বিশ্ব মা দিবস পালিত

ইসলামপুরে মিথ্যা মামলায় হয়রানি শিকার ভুক্ত ভুগি পরিবার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ২০ বার পঠিত

ভ্রাম্যমাণ প্রতিনিধি

জামালপুর জেলা ইসলামপুর উপজেলা পৌরশহরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে পালিত ভাইয়ের মামলা হয়রানি অভিযোগ উঠেছে ।

জানায়ায়, পৌর শহরে টংগের আলগা উওরপাড়া গ্রামের মৃত্যু আব্দুল কুদ্দুসের নিজ ঔরুষের সন্তান মবেদ আলী,জবেদ আলী ও পালিত ছেলে জাফর আলী দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে পায়তারা করছেন।
গত ৯ ফেব্রুয়ারী জাফর আলী বাদি হয়ে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত জামালপুর এর পিটিশন মোকদ্দমা নং-৮৮/২০২৪ অভিযোগে হয়রানি শিকার মবেদ ও জবেদ আলী পরিবার।

মবেদ আলী বলেন, আমার বাবা মৃত আব্দুল কুদ্দুস,মা ও দুইজনের মুত্যু হয়েছে। আমার বড় মায়ের সন্তান এক ছেলে,দুই মেয়ে ও আমার মায়ের গর্ভের আমিসহ দুই বোন। আমরা দুই ভাই দীর্ঘদিন ধরে আমার বাবা-মা হীস্যা মুল্য ঔ জমিতে বসবাস করে আচ্ছি। আমার বাবা জীবিত থাকা কালিন পালিত ভাই জাফর আলীকে ছোট থেকে লালন পালন করেন। এবং হেবা দলিল মুলে দশ শতাংশ জমি দেন।যাহার মৌজা টংগের আলগা সাবেক দাগনং,১৯২ খতিয়ান নং,৪৩৮ ঔ খতিয়ান ভুক্ত ২৯৫ নং দাগ,যাহার হালদাগ ৭৬৮। আমার বাবা জাফর আলীকে জমি দান করেন এবং আলাদা বসতভিটা করেদেন। জমি দলিল নং,১৭০৫ সন,১৯৮২।

জবেদ আলী জানান,আমার ছোট ভাই মবেদ আলী আমিসহ যে জমিতে বসবাস করে আসিতেচ্ছি,হঠাং করে পালিত ভাই জাফর আলী আমাদের বসতভিটা জমি উপর ১২ শতাংশ দাবি করেন বলে জানান।
এ ব্যাপারে আমরা কিছু জানতাম না। পরে খোজ নিয়ে জানতে পারি জাফর আলী নামে দলিল রয়েছে। যাহার দলিল নং,৪৪৪৮ সন ৯৩। যাহা চৌহুদ্দি মৌজা টংগের আলগা,সাবেক দাগ,১৯২ হাল ৪৩৮ ঔ খতিয়ানে ২৯৫ নং দাগ,হাল দাগ নং ১৯৫ এই দাগে ১২ শতাংশ জমি ক্রয় করেন দাতা আব্দুল কুদ্দুস ও নুরেন নেছা বেওয়া। আমার পালিত ভাই যে জমি ক্রয় করেছেন যে জমি উপর আমি ও আমার ভাই দাবি নেই। তাহাকে কোন প্রকারে হুমকি ও দেইনিয়। এলাকায় প্রভাবশালী হওয়ায় আমাদের বসতভিটা জোরপূর্বক দখল করে নেওয়ার পায়তারা করে যাচ্ছেন। এবং তিনি আমাদের দুই ভাই,আমাদের পরিবারসহ সবাইকে মিথ্যা মামলায় জড়িয়ে আদালতে মামলা দায়ের করেন।

আমরা দীর্ঘদিন ধরে বসবাস করে আসিতেছে মৌজা,টংগের আলগা,যাহার খতিয়ান নং ৮৩ দাগনং,৭৬৮ জমিতে। তাই আমাদের পালিত ভাইয়ের দায়ের করা মিথ্যা মামলা থেকে রক্ষাপেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জরালু ভাবে অনুরুধ জানায় এজাহার ভুক্ত জমি মামলা দলিলটি সুস্থ তদন্ত দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে জাফর আলী সঙ্গে কথা বলা চেষ্টা করলে জাফর আলী কথা বলা অনিচ্ছুক প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By cinn24.com
themesbazar24752150