বুধবার, ১৫ মে ২০২৪, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে বাল্যবিয়ে প্রতিরোধে কমিউনিটি ওয়াচ গ্রুপ গঠন নওগাঁ খাসপুকুরে মাছ ধরার অপরাধে উজ্জ্বল নামে এক জন যুবক কে মারধরের অভিযোগ ইউপির চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে দুপচাঁচিয়ায় পুলিশের অভিযানে গ্রেফতার-৩ জনগণের সেবক হিসাবে কাজ করতে আনারস মার্কায় ভোট চাইছেন চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ফজলুল হক গাইবান্ধার পলাশবাড়ীতে  অধিগ্রহণকৃত জমির মুল্য কবে  পাবে ভুক্তভোগীগন নওগাঁর নিয়ামতপুরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠান অনুষ্ঠিত দুপচাঁচিয়া উপজেলা নির্বাচনে প্রার্থীদের সাথে আচরণবিধি সংক্রান্ত মতবিনিময় সভা নওগাঁর বদলগাছীতে র‌্যাবের অভিযানে উজ্জ্বল মন্ডল নামে এক মাদকব্যবসায়ীকে আটক নরসিংদীতে ৩০ বোতল ফেন্সিডিল ও ২০০০ পিস ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী মায়া গ্রেফতার দুপচাঁচিয়ায় অভ্যন্তরীন বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন জনগণের সেবক হিসেবে কাজ করতে ঘোড়া মার্কা ভোট প্রার্থনা করেন চেয়ারম্যান প্রার্থী জনাব আলহাজ্ব মোঃ আবুল কালাম আজাদ মনোহরদীতে মেয়াদ উর্ত্তীণ ঔষধ বিক্রি করায় ঔষধ ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান ৪৮ নওগাঁ ৩ আসনের সংসদ সদস্য সৌরেন্দ্রনাথ চক্রবর্তী ৫০ শতাংশ ভর্তুকি মুল্যে ধান কাটা কম্বাইন হারভেস্টার বিতরণ নওগাঁর মহাদেবপুরে পিএফজি কমিটির সাথে ব্রিটিশ হাই কমিশনের প্রতিনিধি দলের মতবিনিময় সভা অনুষ্ঠান অনুষ্ঠিত নওগাঁর মহাদেবপুরে খাদ্য গুদামের ইরি-বোরো ধান চাল সংগ্রহের শুভ উদ্বোধন করেন এমপি সৌরেন্দ্র নাথ চক্রবতী গাইবান্ধার গোবিন্দগঞ্জে নির্যাতনের শিকারে গৃহবধূর মাথার চুল কর্তন গ্রেফতার ৩ জন স্যাংশন-ভিসা নীতি কেয়ার করে না সরকার: ওবায়দুল কাদের বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্বা ও পুষ্পমাল্য অর্পণ করলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান শ্যামল। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সখিনাকে বিএনপি থেকে বহিষ্কার দুপচাঁচিয়ায় আইন শৃঙ্খলা মাসিক সভা অনুষ্ঠিত

নওগাঁয় সংবাদ সংগ্রহের সময় ফাঁড়ি ইনচার্জের হাতে সাংবাদিক লাঞ্চিতঃ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ৯ বার পঠিত

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ

নওগাঁর বদলগাছীতে এক ব্যক্তির পক্ষ নিয়ে মারধর করে ঘর-বাড়ি ভাঙ্গলেন ফাঁড়ির পুলিশ সেই তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের হুমকি দিয়ে অকথ্য ভাষায় গালমন্দ করেছেন পাহাড়পুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ারুল ইসলাম। জানা যায়, চাঁপাডাল গ্রমের মৃত এফাজ উদ্দীন সরকারের ছেলে বিষু সরকার গং চাঁপাডাল মৌজার উত্তরা আলুর কোল্ড স্টোরের পিছনে জমিতে টিন ও ধারায়ের বেড়া দিয়ে ৫টি ঘর নির্মাণ করে বসবাস করছিলো। সেই জায়গাটি দখল করার জন্য চাঁপাডাল গ্রামের প্রভাবশালী মৃত ইদ্রস আলী সরকারের ছেলে আহসান হাবিব (শুকুর) এর পক্ষে প্রভাবিত হয়ে পাহাড়পুর ফাঁড়ির অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলামের নির্দেশে পাহাড়পুর ফাঁড়ির এসআই মাহাবুব এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স দিয়ে ঐ অসহায় পরিবারগুলোকে মারধর করে ঘড়-বাড়ি ভেঙ্গে দিলে সেই সময় কয়েকজন ব্যক্তি ঐ দৃশ্যর ভিডিও করতে গেলে তাঁদের হুমকী দিয়ে মোবাইল বন্ধ করতে বলেন। পড়ে একজনকে আটক করে ফাঁড়িতে নিয়ে আসে এবং বিষয়টি নিয়ে এলাকায় সমালোচনার ঝড় শুরু হয়। খবর পেয়ে সেই তথ্য সংগ্রহ করতে শনিবার (৬ এপ্রিল) দুপুর ৩ টায় উপজেলার পাহাড়পুর ফাঁড়িতে উপজেলার কয়েকজন সাংবাদিক গেলে ফাঁড়ী ইনচার্জ আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের দেখা মাত্রই তাদের উদ্দেশ্য তেড়ে এসে বিভিন্ন অকথ্য ভাষায় গালমন্দ করে। ঐ কর্মকর্তার কাছে ঐ অসহায় পরিবারকে মারধরের বিষয়ে জানতে চাইলে, উচ্চ স্বরে তিনি সাংবাদিকদের বলেন আপনারা কে? আপনাদের জবাব দিতে হবে কেন, বলে পুলিশ ফাঁড়ি থেকে চলে যান, যা করার আছে করেন। না গেলে সমস্যা হবে বলেও হুমকি দেন ঐ পুলিশ কর্মকর্তা। খোঁজ নিয়ে জানা যায়, পাহাড়পুর পুলিশ ফাঁড়ী ইনচার্জ আনোয়ারুল ইসলাম ১৫ কিলোমিটার দূরের জেলা শহর জয়পুরহাটে পরিবার নিয়ে বসবাস করেন। তিনি ঠিকমতো অফিস করেন না। তথ্য সংগ্রহের সময় পুলিশ ফাঁড়ি অফিসে ঢুকতেই একজন পুলিশ সদস্যের সাথে ঐ কর্মকর্তার বাকবিতন্ডা করতে দেখা যায়। নাম প্রকাশ না করার শর্তে পাহাড়পুর ফাঁড়ির আশে পাশের একাধীক স্থানীয় ব্যক্তিরা বলেন, পাহাড়পুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ারুল ইসলাম ঠিকমতো ফাঁড়িতে আসেন না। আবার সেবা নিতে আসা অসহায় মানুষদের সাথে খুব খারাপ আচরণ করে। কেউ কেউ বলছেন টাকা হলে সেবা মিলে, টাকা না হলে সেবা মিলে না। ভুক্তভোগী বিষু সরকার বলেন, ফাঁড়ি ইনচার্জের নির্দেশে এসআই মাহবুব সহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আমাদের পরিবার কে মারধর করেছে এবং আমাদের ঘর-বাড়ি ভেঙ্গে দিয়েছে। আমরা আপনাদের মাধ্যমে এ ঘটনার বিচার চাই। এবিষয়ে পাহাড়পুর পুলিশ ফাঁড়ী ইনচার্জ আনোয়ারুল ইসলাম এর কাছে মুঠোফোনে সাংবাদিকদের লাঞ্চিত বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আপনাদের সমস্যা আছে। আপনাদের বলবো একটা, লিখবেন আরেকটা, আপনারা এমনভাবে প্রশ্ন করেন, মেজাজ খারাপ হয়ে যায়। অসহায় পরিবারগুলোর ঘর-বাড়ি ভেঙ্গে দিয়ে আপনার পুলিশ কেন তাঁদেরকে মারধর করেছে বলে প্রশ্ন করলে তিনি বলেন, দুই পরিবার ঐ জমি নিয়ে দ্বন্দ্ব করছিলো। আমরা আইন শৃঙ্খলা রক্ষার জন্য এক জন আটক করেছিলাম। পরে ছেড়ে দিয়েছি। আমরা কাউকে মারিনি। বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান বলেন, ঘটনাটি শুনেছি আমরা পাহাড়পুর ফাঁড়িতে যাবো বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। সাংবাদিকদের লাঞ্চিত বিষয়ে তিনি বলেন, ঘটনাটি খুবিই দুঃখজনক।
অতিরিক্ত পুলিশ সুপার (মহাদেবপুর ও বদলগাছী)র’ সার্কেল জয়ব্রত পাল বলেন, বিষয় আপনার কাছেই জানলাম, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By cinn24.com
themesbazar24752150