রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
“” মহান স্বাধীনতা দিবসে সরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদকের অনুপস্থিতিতে নেতা-কর্মীদের মাঝে ক্ষোভ “” ক্ষেতলাল উপজেলায় ২৬ মার্চ উপলক্ষ্যে রচনা প্রতিযোগিতায় সায়িম ১ম সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ২ বাংলাদেশির রাজশাহীতে জেলা প্রশাসনের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস রাজশাহী নগরে রেলওয়ের জমিতে নিষেধাজ্ঞা দিয়ে হয়রানি দুপচাঁচিয়া উপজেলা জাতীয় পার্টির আয়োজনে ২৬ মার্চ ও জাতীয় দিবস ২০২৩ পালিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে স্বাধীনতা সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও পুস্পস্তবক অর্পণ নওগাঁসহ সারাদেশ পোলট্রি খাতে ৫২ দিনে ৯৩৬ কোটি টাকা হরিলুট দেখার কেউ নেই??? নওগাঁর সাবেক গার্মেন্ট্স্ ব্যবসায়ী শাজাহান আলী এখন পথের ভিখারি! ১০ কোটি টাকা লোকসানে, মসজিদের সামনে আজ ভিক্ষা করছেন —-??? নওগাঁয় পবিত্র মাহে রমজান উপলক্ষে শিশু সদনের শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ!!! মহান স্বাধীনতা দিবস আজ গণহত্যা দিবস উপলক্ষে গণহত্যা ও মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত রাঙ্গাবালীর ৭১ স্কুল পেল ল্যাপটপ দিনাজপুর হিলিতে গণহত্যা দিবস পালিত ভয়াল কালো রাত আজ রাজশাহীতে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কতার বিতরণ “”জামালপুরে পাচারকারীর নিষিদ্ধ প্রতিষ্ঠান লর্ড এয়ার ইন্টারন্যাশনালের অন্যতম প্রধান সহযোগী এবং ওয়ারেন্ট ভুক্ত মানব পাচারকারী-কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪”” নগরীতে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীসহ ৪ চোর গ্রেফতার নওগাঁ রমজান মাস জুড়ে ইফতারি বিতরণ করবেন মহাদেবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাকিল তরফদার!!! নওগাঁ জেলাসদর সাহেব বাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথ অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে ৬,৫০০ হাজার টাকা জরিমানা!!!!

আকুমেন ফেলোশিপ পেলেন ২২ বাংলাদেশী তরুণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১
  • ১৫১ বার পঠিত

২২ বাংলাদেশী তরুণ-তরুণীকে পরিবর্তনের নায়ক (চেঞ্জ মেকার) নির্বাচিত করে ফেলোশিপ দিয়েছে আন্তর্জাতিক উদ্যোক্তা সহযোগী সংগঠন আকুমেন।

এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পাঁচ মাসের বেশি সময় ধরে গভীর পর্যবেক্ষণ ও যাচাই বাছাই শেষে ‘আকুমেন ফেলোস ইন বাংলাদেশ’-এর দ্বিতীয় গ্রুপের ‘চেঞ্জ মেকার’ নির্বাচন করা হয়েছে।

২০২১ সালের এই গ্রুপটিতে তারাই স্থান পেয়েছেন যারা লাভজনক এবং অলাভজনক দুই খাতেই একজন সফল সামাজিক উদ্যোক্তা।  তারা বিভিন্ন প্রতিষ্ঠানে পরিবর্তনের জন্য উদ্যোগ নিয়েছেন, বিদ্যমান সমস্যাকে চ্যালেঞ্জ করেছেন এবং প্রচলিত বয়ানকে বদলে দেয়ার মতো গল্প বলেছেন।

এই ২২ চেঞ্জ মেকার হলেন: ফাহাদ ইফাজ, সিইও, আইফার্মার; সুব্রত কুমার কুন্ডু, প্রতিষ্ঠাতা সিইও, ভালো সোস্যাল এন্টারপ্রাইজ; আদদীন মৌরিন, ম্যানেজার অব অপারেশনস, বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার; সাজিদা রহমান ড্যানি, চেয়ারম্যান, পিএফডিএ- ভোকেশনাল ট্রেনিং সেন্টার ট্রাস্ট; শামসিন আহমেদ, সিইও ও প্রধান উপদেষ্টা, আইডেনটিটি ইনক্লুশন; মোহাম্মদ রেজোয়ানুর রহমান, প্রকল্প সমন্বয়ক, ইনক্লুসিভ বাংলাদেশ; দেবজ্যোতি সাহা, ম্যানেজিং ডিরেক্টর, কাইজেন রিসার্চ স্পেশালিস্ট লিমিটেড;  মালিহা ফাউজিয়া, প্রোগ্রাম ডিরেক্টর, টিচ ফর বাংলাদেশ; জাহেদুল আমিন, সহপ্রতিষ্ঠাতা ও পরিচালক, লাইটক্যাসল পার্টনারস; অভিক আলম, প্রতিষ্ঠাতা, ওয়েবেবল বাংলাদেশ লিমিটেড; সাইফুল হক, প্রিন্সিপাল, কাউন্টার ফোটো-এ সেন্টার ফর ভিজ্যুয়াল আর্টস; ড. সাকিয়া হক, প্রতিষ্ঠাতা, ট্রাভেলেটারর্স অব বাংলাদেশ অ্যান্ড মেডিক্যাল অফিসার, ডিজিস কন্ট্রোল, সিভিল সার্জন অফিস, কক্সবাজার; সায়েদা সামারা মর্তাজা, রিজিওনাল মুভমেন্ট বিল্ডার, এশিয়া, শি ডিসাইডস; তৃষিয়া নাশাতারান, প্রতিষ্ঠাতা, প্রজেক্ট ডিজাইনার অ্যান্ড কোঅডিনেটর, মেয়ে নেটওয়ার্ক; উমামা জিল্লুর, প্রতিষ্ঠাতা পরিচালক, কথা; শাহরিয়ার রহমান, সিইও, ক্রিয়েটিভ কনজারভেটিভ অ্যালায়েন্স (সিসিএ); স্বর্ণলতা রায়, প্রেসিডেন্ট, সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি; আছিয়া খালেদা, প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক, উইমেন ইন ডিজিটাল; মো. সাদ্দাম হোসাইন রনি, সিনিয়র অপারেশনস কোঅর্ডিনেটর, ড্রিঙ্কওয়েল; এশরাত ওয়ারিস, প্রিন্সিপাল, প্রোডাক্ট অ্যান্ড বিজনেস, মি সোল শেয়ার; উম্মে শারমিন কবির, প্রতিষ্ঠাতা, উরিতু।

নির্বাচিত এই উদ্যোক্তারা বিভিন্ন খাতে কাজ করেন এবং বিভিন্ন ভৌগলিক এবং সামাজিক পটভূমির প্রতিনিধিত্ব করেন।  তারা তাদের কাজের মাধ্যমে দারিদ্র্য বিমোচন এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে প্রতিশ্রুতির প্রমাণ রেখেছেন।

গ্রুপটি নির্বাচন করা হয়েছে দুই দিনব্যাপী এক ভার্চুয়াল সিলেকশন কনফারেন্সের মাধ্যমে। সেখানে চূড়ান্ত পর্বের ৫৮ জনের মধ্য থেকে এই ২২ জনকে বাছাই করা হয়।  প্রাথমিক সংক্ষিপ্ত তালিকায় ছিলেন ২৪৭ জন উদ্যোক্তা। দেশীয় ও আন্তর্জাতিক ৪৫ জন আকুমেন পেনালিস্ট তাদের বাছাই করেন।

এই ফেলোশিপটি বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, স্পেন, যুক্তরাজ্য, কলম্বিয়া এবং পূর্ব ও পশ্চিম আফ্রিকার উদ্যোক্তাদের জন্যও উন্মুক্ত।  বাংলাদেশ থেকে নির্বাচিত এই ২২ জন ফেলোশিপ সম্পন্ন করার পর বিশ্বব্যাপী সাত শতাধিক ফেলো নিয়ে গঠিত আকুমেন কমিউনিটিতে যুক্ত হবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By cinn24.com
themesbazar24752150