Cinn:গত ২৪ ঘণ্টায় দেশে মরণঘাতী করোনাভাইরাসে আরো ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ১ হাজার ১৭১ জনের মৃত্যু হলো। এ ছাড়া একদিনে আরো ৩ হাজার ১৪১ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৭ হাজার ৫২০ জন।
আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা সংক্রান্ত নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়। বুলেটিনে তথ্য উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, ৬০টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৪ হাজার ৬৯০টি। পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৫০৫টি। এর মধ্যে ৩ হাজার ১৪১ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৫ লাখ ১৪ হাজার ৬৫টি নমুনা। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮৭ হাজার ৫২০ জন। শনাক্ত বিবেচনায় আক্রান্তের হার ২১.৬৫ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা
নাসিমা সুলতানা আরো বলেন, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে আরো ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ১ হাজার ১৭১ জনের মৃত্যু হলো। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৪ শতাংশ। মৃতদের মধ্যে পুরুষ ২৭ জন এবং নারী ৫ জন।
মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১৬ জন, চট্টগ্রামে ১১ জন, সিলেট ২, বরিশাল ১, রংপুর ১ এবং ময়মনসিংহ বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের এ কর্মকর্তা আরো জানান, ২৪ ঘণ্টায় দেশে আরো ৯০৩ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ১৮ হাজার ৭৩০ জন সুস্থ হলেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১.৪০ শতাংশ।
দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর করোনা আক্রান্ত ব্যক্তির প্রথম মৃত্যু ঘটে ১৮ মার্চ।