বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
১লা মে, আজ বিশ্বের শ্রমজীবী মানুষেরঅধিকার আদায়ের দিন নওগাঁ প্রচন্ড তাপদাহের মধ্যে মাঠে ধান কাটতে গিয়ে অসুস্থ হয়ে কৃষকের মৃত্যু নওগাঁ যুবলীগের সাধারণ সম্পাদক বিমান চন্দ্র রায় পথচারীদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ করেন নওগাঁ আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত নওগাঁর ধামইরহাটে চেয়ারম্যান প্রার্থী আজাহার আলীর গণজোয়ার বিজয়ের পথে জনপ্রিয় সোহেল রানা ও অনজুয়ারা গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিশ্ব আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত  দুপচাঁচিয়ায় গৃহ নির্মাণ শ্রমিক পরিষদের মহান মে দিবস উদযাপন নলডাঙ্গা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কালাইয়ে আন্তর্জাতিক মহান মে দিবস পালিত কালাইয়ে ১লা মে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত দুপচাঁচিয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা দুপচাঁচিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ৩ জন চেয়ারম্যান প্রার্থীসহ ৯ প্রার্থী ভোটের মাঠে টাঙ্গাইলের ধনবাড়ীতে ট্রাক অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত২ আহত২ মধুপুর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত মধুপুরে সর্বজনীন পেনশন স্কিম সহায়তা কেন্দ্র ও রেজিষ্ট্রেশন বুথ উদ্বোধন স্বামী- কর্তৃক স্ত্রীকে নির্যাতন করার অভিযোগে চট্টগ্রাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং-৬,এর আদালতে স্ত্রীর মামলা বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি জয়পুরহাট ইউনিটের এপ্রিল মাসের মাসিক আড্ডা অনুষ্ঠিত কালাইয়ের ওমর স্কুলে এপ্রিল মাসের শিক্ষক-স্টাফদের জন্মদিন পালন গাইবান্ধার পলাশবাড়ীতে বোরো ধানের বাম্পার ফলন আনন্দে কৃষক  দুপচাঁচিয়ায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

উৎসব ভাতা ও বদলি : শিক্ষক নেতারা যা বুঝলেন ও বোঝালেন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ১৯৫ বার পঠিত

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও নীতিমালা ও জনবল কাঠামো-২০২১ জারি হয়েছে। সোমবার (২৯ মার্চ) সন্ধ্যায় সম্পূর্ণ বাংলা ভাষায় ৪৪ পৃষ্ঠার নীতিমালাটি প্রকাশের পর কয়েকজন কর্মরত ও অবসরপ্রাপ্ত শিক্ষক নিজ নিজ ফেসবুকে ‘উল্লাস ও উচ্ছ্বাস’ প্রকাশ করে চলছেন। তারা বিভিন্ন প্রচার মাধ্যমে নিজ নিজ মতামতও দিয়েছেন। কোনো কোনো শিক্ষক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর ছবি ব্যবহার করে তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতাও জানিয়েছেন।

দৈনিক শিক্ষার পর্যবেক্ষণে আরো জানা যায়, কয়েকটি প্রচারমাধ্যম শতভাগ উৎসব ভাতা ও বদলি চালু হয়েছে মর্মে প্রতিবেদন প্রকাশ করেছে। এমপিওভুক্ত অনেক শিক্ষক-কর্মচারীই নিজেদের সাংবাদিক দাবি করেন। কেউ ফেসবুক টিভি আবার কেউ ফেসবুকীয় পত্রিকার মালিক, সম্পাদক ও প্রকাশক। আবার কেউ মাসিক ও সাপ্তাহিক পত্রিকারও সম্পাদক এবং প্রকাশক।

নজরুল ইসলাম রনির ফেসবুক  থেকে নেয়া। 

পেশাদার সাংবাদিক কর্তৃক পরিচালিত শিক্ষা বিষয়ক দেশের একমাত্র পত্রিকা দৈনিক শিক্ষার পর্যবেক্ষণে আরো জানা যায়, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি ও মীরপুর সিদ্ধান্ত হাইস্কুলের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম রনি নিজ ফেসবুকে ও একাধিক প্রচারমাধ্যমে ‘সরকারের এই সিদ্ধান্তকে’ স্বাগত জানিয়েছেন। প্রজ্ঞাপন জারি হয়েছে বলেও তিনি ফেসবুকে লিখেছেন। রনি নাকি এটা জেনেছেন ‘বিশ্বস্ত সূত্রে’। তিনি বলেছেন, ‘দীর্ঘ প্রতীক্ষার পর সরকারের এই সিদ্ধান্তে শিক্ষকরা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনে সচেষ্ট থাকবেন।’

নজরুল ইসলাম রনির ফেসবুক থেকে নেয়া 

একটু সময় নিয়ে আজ ৩০ মার্চ সকালে স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রীর ছবি একত্রিত করে নিজ ফেসবুকে লিখেছেন, ‘পূর্ণাঙ্গ উৎসব ভাতা  ও বদলি বিষয়ে নীতিমালায় অন্তর্ভুক্ত  করায় মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষা মন্ত্রী ও  শিক্ষা উপমন্ত্রীকে প্রাণঢালা অভিনন্দন। ঐতিহাসিক মুজিব জন্মশতবর্ষে বেসরকারি শিক্ষক কর্মচারীদের বহু কাঙ্ক্ষিত পুর্ণাঙ্গ উৎসব ভাতা ও বেসরকারি শিক্ষকদের প্রতিষ্ঠান পরিবর্তন বিষয়ে নীতিমালায়  অন্তর্ভুক্ত করায় মানবতার জননী, মাননীয় প্রধানমন্ত্রী,জননেত্রী শেখ হাসিনা, কর্মবীর শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি এমপি ও উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী এমপিকে বাংলাদেশের প্রায় সাড়ে পাচ লক্ষ এমপিওভূক্ত শিক্ষক কর্মচারির প্রতিনিধিত্বশীল সংগঠন স্বাধীনতা শিক্ষক পরিষদ, (স্বাশিপ) এর  পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও  অভিনন্দন।’

অধ্যক্ষ শাহজাহান আলম সাজুর ফেসবুক থেকে নেয়া 

শাহজাহান সাজু নিজ ফেসবুকে আরো লিখেছেন, ‘গতকাল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এম পি ও নীতিমালা-২০১৯ এ  বেসরকারি শিক্ষক কর্মচারীদের শতভাগ উৎসব ভাতা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ প্রসঙ্গে গতকাল শিক্ষা মন্ত্রনালয় থেকে প্রকাশিত  এমপিও নীতিমালা ২০২১ এর ধারা  ১১.৭ এর উপধারা  ঙ তে  উল্লেখ করা হয়েছে “বেসরকারি শিক্ষক- কর্মচারীদের মুল বেতন/বোনাসের নির্ধারিত অংশ /উৎসব ভাতার নির্ধারিত অংশ /বৈশাখী ভাতার নির্ধারিত অংশ সরকারের জাতীয় বেতন স্কেল -২০১৫/সরকারের সর্বশেষ জাতীয় বেতন স্কেলের সাথে অথবা সরকারের নির্দেশনার সাথে মিল রেখে করতে হবে”।

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন সম্পর্কে প্রকাশিত নীতিমালার ধারা ১২.২ এ উল্লেখ করা হয়েছে “এনটিআরসিএ’র সুপারিশপ্রাপ্ত হয়ে নিয়োগপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক /প্রদর্শক/ প্রভাষকদের কোনো প্রতিষ্ঠানে পদ শুন্য থাকা সাপেক্ষে সমপদে ও সমস্কেলে প্রতিষ্ঠান পরিবর্তনের জন্য মন্ত্রনালয় নীতিমালা প্রণয়ন করে জনস্বার্থে আদেশ কারি করতে পারবে”।

অভিনন্দন জানিয়ে লিখেছেন অনেকে 

শাহজাহান সাজুকে অভিনন্দন জানিয়েছেন কয়েকশত অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সাধারণ শিক্ষক।

নিজেকে বাংলাদেশ শিক্ষক ইউনিয়নের সভাপতি পরিচয় দেয়া অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আবুল বাশার হওলাদারও ৩০ মার্চ  সকালে একই কাজ করেন।

অবসরপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক আবুল বাশার হাওলাদারের ফেসবুক থেকে নেয়া 

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By cinn24.com
themesbazar24752150