মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁর মান্দায় বেসরকারি সিসিডিবির গ্রাজুয়েট ফোরামের দায়িত্ব হস্তান্তর নওগাঁর মান্দায় দীর্ঘ দেড় মাস পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি সপ্তম শ্রেণী স্কুল ছাত্রী নওগাঁ গভীর নলকূপের সেচভাড়ার টাকা চাওয়ায় ড্রেনম্যানকে পিটিয়ে জখম দুপচাঁচিয়ায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হলেন অধ্যক্ষ রঞ্জন পাল দেওয়ানগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জনাব আলহাজ্ব মোঃ আবুল কালাম আজাদ এর ব্যাপক গণসংযোগ ও পথসভা সুরস্রস্টা রামতনু পান্ডে- তানসেন এর প্রয়াণ দিবস কালাই উপজেলা নির্বাচন: ত্রিমুখী লড়ায়ে কে হচ্ছেন চেয়ারম্যান? নওগাঁর চৌমাশিয়া বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় বাধন নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু কালাই উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (কলেজ) নির্বাচিত হয়েছেন আব্দুল মান্নান মানুষের মনকে পুলকিত করছে প্রকৃতির অপার সৌন্দর্য কৃষ্ণচূড়া ফুল মধুপুরে চুরি করতে গিয়ে গৃহবধূকে হত্যার চেষ্টা- চোর গ্রেফতার দুপচাঁচিয়ায় বার্মিচ চাকু সহ এক যুবক ও মাদক বিক্রেতা সহ গ্রেপ্তার ৯ জন শপথ নিলেন লালমনিরহাট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শ্যামল গাইবান্ধার সাঘাটায় হারভেস্টার মেশিনে ধানের গাছ কর্তন আনন্দে কৃষক  মাগুরা মহম্মদপুরে স্ত্রীর নির্যাতনে স্বামীর মৃত্যুর অভিযোগ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ও তার স্ত্রীকে নিয়ে ওমরাহ পালন নওগাঁর পোরশায় বিভিন্ন এতিমখানায় ৩৬ লক্ষ চব্বিশ হাজার টাকা চেক বিতরণ দুপচাঁচিয়ায় জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জনাব আলহাজ্ব মোঃ আবুল কালাম আজাদ এর মতবিনিময় সভা নওগাঁ পল্লী বিদ্যুৎ গ্রাহক কল্যাণ সমিতির কমিটি গঠন

বন্দর চ্যানেলে চলছে অবৈধ জলযান!

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১
  • ২১৫ বার পঠিত

Cinn ডেস্ক ঃঃ- চট্টগ্রাম বন্দরের চ্যানেলে লাইটার জাহাজ, অয়েল ট্যাংকার, কোস্টাল জাহাজ, শিপিং ট্রলারের জন্য বন্দর কর্তৃপক্ষ সুইং মুরিং এবং অয়েল মুরিং সুবিধা দেয়। এর বিপরীতে বন্দর কর্তৃপক্ষকে নির্দিষ্ট ফি জমা দিতে হয়। কিন্তু সাম্প্রতিক সময়ে এসব জলযান পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো বন্দরের ফি জমা না দিয়ে অবৈধভাবে বন্দর চ্যানেলে চলাচল করছে। এতে একদিকে বন্দর প্রয়োজনীয় রাজস্ব আহরণ থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে বন্দর চ্যানেলকে ঝুঁকিপূর্ণ করছে।

দেশের অর্থনীতির প্রাণপ্রবাহ চট্টগ্রাম বন্দরের চ্যানেল। এ চ্যানেল দিয়ে সিংহভাগ আমদানি-রপ্তানিবাহী পণ্য আনা-নেয়া হয়। আর চ্যানেলে লাইটার জাহাজ, অয়েল ট্যাংকার, কোস্টাল জাহাজ, শিপিং ট্রলারসহ চলাচলকারী জলযানগুলোর সুবিধার জন্য বন্দর কর্তৃপক্ষ সুইং মুরিং এবং অয়েল মুরিং স্থাপন করা হয়। এর বিপরীতে বন্দর কর্তৃপক্ষকে নির্দিষ্ট হারে ফি নেয়। কিন্তু সাম্প্রতিক সময়ে এসব জলযান পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো বন্দরের নিয়মিত ফি জমা দেয় না। উল্টো অবৈধভাবে এসব লাইটার জাহাজ, অয়েল ট্যাংকার, কোস্টাল জাহাজ, শিপিং ট্রলার বন্দর চ্যানেলে চলাচল করছে। এতে একদিকে বন্দর প্রয়োজনীয় রাজস্ব আহরণ থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে বন্দর চ্যানেলকে ঝুঁকিপূর্ণ করছে।

জানা যায়, বহির্নোঙরে মাদার ভেসেল থেকে ক্লিংকার, কয়লা, পাথর, চাল, ডাল, তেলসহ বিভিন্ন পণ্য ছোট জাহাজের (লাইটার জাহাজ) মধ্যে খালাস করে দেশের বিভিন্ন গন্তব্যে পাঠানো হয়। এর মধ্যে পণ্য পরিবহনে এক হাজারও বেশি লাইটার জাহাজ, ২১২টি অয়েল ট্যাংকার, ১২৪টি কোস্টাল জাহাজ এবং ২২৪টি শিপিং ট্রলার আছে।

বন্দরের ট্যারিফ বুক অনুসারে, সমুদ্রগামী নয় এমন জাহাজ ও ট্রলারের ক্ষেত্রে ফিক্সড মুরিং এক হাজার ৩৯০ ইউএস ডলার এবং সুইং মুরিংয়ে হাজার ডলার, যা ২৪ ঘণ্টায় একদিন হিসাবে চার্জ করা হবে।

এ বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ডেপুটি কনজারভেটর ফরিদুল আলম কর্তৃক প্রচারিত এক সতর্ক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘চট্টগ্রাম বন্দরের চ্যানেলে লাইটার জাহাজ, অয়েল ট্যাংকার, কোস্টাল জাহাজ, শিপিং ট্রলারের জন্য বন্দর কর্তৃপক্ষ সুইং মুরিং এবং অয়েল মুরিং সুবিধা দেয়, যার বিপরীতে বন্দর কর্তৃপক্ষকে নির্দিষ্ট ফি জমা দিতে হয়। কিন্তু সাম্প্রতিক সময়ে এসব জলযানগুলো বন্দরের ফি জমা না দিয়ে অবৈধভাবে বন্দর চ্যানেলে চলাচল করছে। এ বিষয়ে জলযানগুলো বারবার তাগাদা দেয়া হলেও জলযানগুলো মালিকপক্ষ সাড়া দিচ্ছে না। আমরা ২১ দিন সময় দিলাম। এরপর আইনগত ব্যবস্থা নেব।’

এ বিষয়ে লাইটার জাহাজ মালিকদের সংগঠন ওয়াটার ট্রান্সপোর্ট সেলের নির্বাহী পরিচালক মাহবুব রশিদ খানের সঙ্গে গতকাল যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘জাহাজপ্রতি প্রতিদিন ৫০০ টাকা মুরিং ফি নেয়ার বিধান আছে। তবে শুধু যে আমরা মুরিং করি তা নয়, এমনকি মাছ ধরার নৌকাগুলো তো মুরিং করে। তবে আমরা এ ধরনের চিঠি পেয়েছি। আমাদের প্রায় লাইটার জাহাজ মালিক ফি পরিশোধ করেছেন। কিছু বাকি আছে। আশা করছি সবাই পরিশোধ করবে। আর যারা করেনি তাদের তো নিয়মিত জরিমানা করছে সংশ্লিষ্ট পক্ষ।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By cinn24.com
themesbazar24752150