সোমবার, ০৬ মে ২০২৪, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জনাব আলহাজ্ব মোঃ আবুল কালাম আজাদ এর মতবিনিময় সভা নওগাঁ পল্লী বিদ্যুৎ গ্রাহক কল্যাণ সমিতির কমিটি গঠন মধুপুরে কৃষকের মাঝে কম্বাইন্ড হারভেস্টার মে‌শিন বিতরণ নওগাঁর পোরশায় পুলিশ সুপারের বাড়িতে চুরি গাইবান্ধার গোবিন্দগঞ্জে দিন-দুপুরে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেফতার ২ প্রথম মুক্তি যোদ্ধা নারী হলেন প্রীতিলতা ওয়াদ্দেদারের জন্মদিন নওগাঁ জেলার বিভিন্ন উপজেলায় ছড়িয়ে পড়েছে গরুর ল্যাম্পি ডিজিজ রোগ নওগাঁসহ বিভিন্ন উপজেলায় ঔষধ ব্যবসায়ীদের দোকান বন্ধ রেখে সকাল-সন্ধা প্রতিকী ধর্মঘট মধুপুরে ছরোয়ার আলম খান আবু’র নির্বাচনী কর্মীসভা জনসভায় পরিনত নওগাঁর রাণীনগ-আত্রাই উপজেলায় তৃতীয় ধাপে ৩৮ জনের মনোনয়ন দাখিল নওগাঁর বিভিন্ন উপজেলায় ইরি বোরো ধান কাটা-মাড়াইকরা শুরু বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি ২০২৪-২০২৬ নির্বাচনে ঔষধ ব্যবসায়ী সম্মিলিত পরিষদের প্রার্থীদের পূর্ণ প্যানেলে ভোট দিন মনোহরদীতে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ,মাদ্রাসা ও ক্লাবের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ মনোহরদীতে উপজেলা সেচ্ছাসেবী পরিষদের অর্থায়নে অসহায় পরিবারের হাতে নির্মাণাধীন ঘরের চাবি হস্তান্তর কালাইয়ে হয়েছে রহমতের বৃষ্টি নওগাঁর বদলগাছী উপজেলার কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল ও গাছ কাটার অভিযোগ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা নির্বাচনে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১০ মাগুরায় প্রতিবেশীর হামলায় আহত ৪ চাঁদাবাজি,ভাংচুরের প্রতিবাদে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন নওগাঁর পত্নীতলায় উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি ২ নেতাকে শোকোজ ঘোষণা

সাংবাদিক শিমুল হত্যার ৪ বছর : প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির কাছে দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্নের দাবি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৪৪ বার পঠিত

সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার দীর্ঘসূত্রতা কমিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির কাছে শিমুল হত্যা মামলাটির বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্নের দাবি জানিয়েছেন তার পরিবার ও সহকর্মীরা।

বুধবার(৩ফেব্রুয়ারী) সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা এসব দাবি জানান।

সমকালের শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম শিমুল হত্যার চার বছর পূর্ণ হলো (৩ ফেব্রুয়ারী) বুধবার। মামলা দ্রুত নিষ্পত্তির দাবী জানিয়ে নানা কর্মসূচির মধ্যদিয়ে বুধবার দৈনিক সমকালে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার চতুর্থ বর্ষপূর্তি পালন করেছেন স্থানীয় সাংবাদিক, সংস্কৃতি কর্মী, শিমুলের পরিবার ও গ্রামবাসি।

এ উপলক্ষে দিনব্যাপী নানাকর্মসূচির মধ্যে ছিল, কালো পতাকা উত্তোলন, সাংবাদিক শিমুলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কালো ব্যাচ ধারন, শোক র‌্যালি, সংক্ষিপ্ত সমাবেশ।

এ দিন সকালে শাহজাদপুর প্রেসক্লাব চত্বরে জাতীয় ও কালো পতাকা উত্তোলন, নিহতর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও নিহত সাংবাদিক শিমুলের স্মরনে ১ মিনিট নিরবতা পালনের পর শাহজাদপুর প্রেসক্লাব চত্বর থেকে একটি শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুমার কুন্ডুর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন প্রেস ক্লাব শাহজাদপুরের সভাপতি আতাউর রহমান পিন্টু, সাধারণ সম্পদাক মোঃ ওমর ফারুক, শাহজাদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, সাংবাদিক হাসানুজ্জামান তুহিন, শাহজাদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আল আমিন হোসেন প্রমূখ।

বক্তারা সাংবাদিক শিমুল হত্যা মামলাটির বিচারকার্যের দীর্ঘসূত্রিতা দ্রুত কমিয়ে দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য সরকার ও বিচার বিভাগের কাছে জোর দাবি জানিয়ে বক্তব্য রাখেন। বক্তরা বলেন, সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যাকাণ্ডের ৪ বছর পার হলেও নানা জটিলতা এবং ঘাতকদের নানা কূটকৌশলে বিচার প্রক্রিয়া শেষ হওয়া তো দূরের কথা বিচারকার্যই শুরু হয়নি। সমস্ত প্রতিবন্ধকতা দূর করে অবিলম্বে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতে দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করার জোড় দাবি জানান তারা।

র‌্যালি ও সংক্ষিপ্ত সমাবেশে আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের স্ত্রী নুরুন নাহার, ছেলে আল নোমান নাজ্জাশি সাদিক, মেয়ে তামান্না-ই-ফাতেমা, মামা আব্দুল মজিদ মন্ডল, ভাই আবুল কালাম আজাদ, শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শফিকুজ্জামান শফি, দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি মুমীদুজ্জামান জাহান, ইত্তেফাক প্রতিনিধি শফিউল হাসান চৌধুরী লাইফ, সমকাল উপজেলা প্রতিনিধি কোরবান আলী লাভলু, যায়যায় দিন প্রতিনিধি এমএ জাফর লিটন, সাংবাদিক শামসুর রহমান শিশির, দৈনিক আমার সংবাদের উপজেলা প্রতিনিধি জহুরুল ইসলাম, মাই টিভি প্রতিনিধি জাকারিয়া মাহমুদ, দৈনিক আলোকিত সকালের বিশেষ প্রতিনিধি মিঠুন বসাক, সাংবাদিক মামুন রানা, মাসুদ মোশাররফ, আবুল হাসনাত টিটো, জেলহক হোসাইন, মোঃ আমিনুলইসলা, আব্দুল কুদ্দুস, মনিরুল গনি চৌধুরী শুভ্র, ফারুক হাসান কাহার, আরিফ হোসেন, মির্জা হুমায়ুন কবির, নয়ন আলী প্রমুখ ।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে র‌্যালিটি পুনরায় প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।

উল্লেখ্য,২০১৭ সালের ২ ফেব্রুয়ারি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার পৌর শহরের মনিরামপুরে শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মিরুর বাড়ির সামনে আওয়ামীলীগের দু’পক্ষের সংঘর্ষে সাংবাদিক শিমুল গুলিবিদ্ধ হন। ওইদিন চিকিৎসার জন্য প্রথমে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে অবস্থার অবনতি দেখে দ্রুত বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরদিন ৩ ফেব্রুয়ারী উন্নত চিকিৎসার জন্য শিমুলকে বগুড়া থেকে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান। পরে সাংবাদিক শিমুলের স্ত্রী বাদী হয়ে সাবেক মেয়রকে প্রধান আসামী করে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে সাবেক মেয়র মিরুসহ ৩৮জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। বর্তমানে সব আসামি জামিনে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By cinn24.com
themesbazar24752150